মধ্যরাতে চবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মধ্যরাতে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝেই কয়েকটি বাজি ফুটান। হামলাকারীরা। 

আজ রবিবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে চবি জিরো পয়েন্টে প্রধানমন্ত্রীর কোটা বিষয়ক মন্তব্যের প্রতিবাদে "চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার", "তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার" স্লোগানে বিক্ষোভ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীদের ওপর ক্যাম্পাসের কাটাপাহাড় রোডে পেছন থেকে অতর্কিত হামলা করে ছাত্রলীগ। 

এদিকে রাত ১১টা ৩০ মিনিটে বিক্ষোভরত শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড় রোড হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় পেছন থেকে "কে রে রাজাকার?" বলে ছাত্রলীগ কর্মীরা লাঠিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝেই কয়েকটি বাজি ফুটান।

সেসময় হামলায় ছত্রভঙ্গ হয়েছেন আন্দোলনকারী একদল শিক্ষার্থী। এ বিষয়ে কয়েকজন বলেন, আন্দোলনরত অবস্থায় পেছন থেকে ছাত্রলীগ কর্মীরা লাঠিসহ ধাওয়া করে এবং ককটেল নিক্ষেপ করে।


সর্বশেষ সংবাদ