কোটা সংস্কার আন্দোলনে যেতে বাধা ঢাবির সূর্য সেন হল ছাত্রলীগের, তারপর... (ভিডিও)

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের বিরুদ্ধে। এসময় তারা হলের মূল ফটকে তালা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় এমন ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, সকাল ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের যোগ দিতে হল গেটে জড়ো হন হলটির শত শত শিক্ষার্থী। তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডায় জড়াতেও দেখা যায়৷

এদিকে, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ওই হলের সামনে অবস্থান নেন। এসময় তাদের "ভুয়া, ভুয়া" স্লোগান দিতেও দেখা গেছে। পরে ওই হলের শিক্ষার্থীদের নিয়ে শাহবাগের দিকে রওয়ানা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা যায় হল গেটে তালা দেওয়ার নেতৃত্বে ছিলেন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ জামান ওভি, হল ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশব, হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আরিফুর রহমান যুবরাজ, হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সহ-সভাপতি মনির হোসাইন, হল ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরো অনেকে। 

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক গেটম্যান বলেন, গেটে তো আমি তালা দিইনি। তালা দিয়েছে ছাত্রলীগের ভাইয়েরা।  শৈশব ভাই (হল ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক) গেটে তালা মেরে দিয়েছে। চাবিও তার কাছে আছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সূর্য সেন হলে আমাকেও আটকিয়েছিল। বলে এক ঘণ্টার জন্য বের হওয়া যাবে না। পরে আমি বলছি মুহসীন হল। তারপরও জেরা করছে৷ পরে জার্সিতে মুহসীন হল লিখা দেখে আমাকে ছাড়ে।

এ বিষয়ে জানতে সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়াকে একাধিকবার মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ