ঢাবির আইবিএর পরিচালক হলেন আবু ইউসুফ মো. আবদুল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:৩৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৪, ১২:৩৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল তাঁকে নিয়োগ দেন।
আবু ইউসুফ মো. আবদুল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক বাজার অর্থনীতির একজন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে কাজ করছেন।
২০২৩ সালে শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় আবু ইউসুফ মো. আবদুল্লাহকে সম্মানসূচক ডি–লিট ডিগ্রি প্রদান করে। আইবিএর সব পর্যায়ের অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী অধ্যাপক আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ও শিক্ষা পরিমণ্ডলের উত্তরোত্তর উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ১৯৬৬ সাল থেকে বাংলাদেশের একক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। প্রতিষ্ঠানটি দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন, ব্যাংকিং, মাল্টিন্যাশনাল করপোরেশন এবং স্থানীয় ব্যবসায় অসাধারণ অগ্রগতিতে অপরিসীম অবদান রেখে চলেছে।