সিদ্ধান্ত নিয়েও পিছুটান চবি প্রশাসনের, ডোপ টেস্ট ছাড়াই চূড়ান্ত ভর্তি

  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৩০ জুন। ডোপ টেস্টের মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া হওয়ার কথা থাকলেও দেখা মেলেনি কোনো কার্যক্রমের।

জানা গেছে, মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গত ৫ মে চবি উপাচার্য অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডোপ টেস্টের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়। ফলাফল পজিটিভ এলে উক্ত শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে অপারগ হবেন বলে কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হয়।

কিন্তু কোনোরকম ডোপটেস্ট ছাড়াই নবীনদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। শ্রেণি কার্যক্রম শুরু হবে ৩০ জুন। তবে এখনো সফল হয়নি প্রথমবারের মতো সিদ্ধান্ত নেয়া ডোপ টেস্ট কার্যক্রম।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী জানান, ভর্তির আগেই শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হলে এবং ফলাফল পজিটিভ এলে এটি তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেও ভর্তি হতে পারবে না। তাই প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার আগে ডোপ টেস্ট করানো হবে। যদি পজিটিভ আসে তাহলে তাকে মাদকমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুরুতে ডোপ টেস্টের পুরো প্রক্রিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অধীনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ও বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি এই দুটি বিভাগে দায়িত্ব নেয়া হয়। সব শিক্ষার্থীকে তাদের রক্ত অথবা ইউরিনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে জমা দিতে হবে এবং পরীক্ষার ফলাফল প্রশাসনের কাছে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ