ইফতার পার্টিতে দুই বিশ্ববিদ্যালয়ের ‘না’, প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

মানববন্ধন
মানববন্ধন  © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার পার্টি ‘না’ করার অনুরোধ জানিয়ে জারি করা বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানানো হয়েছে।  

মানববন্ধনে বক্তারা বলেন, শাবিপ্রবি এবং নোবিপ্রবিতে এ নোটিশের মাধ্যমে বাঙালি মুসলিমদের হাজার বছরের সংস্কৃতির ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে৷ একটা গোষ্ঠী মুসলমানদের ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চায়।

মানববন্ধনে আরাফাত উদ্দিন ভূঞা নামের এক শিক্ষার্থী বলেন, এ ধরনের বিজ্ঞপ্তি জাতির সাথে তামাশা। এমন ঘৃণ্য বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানাই। একইসাথে তিনি খেজুরের দাম বৃদ্ধির নিন্দা জানান।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আরাফুর রহমান বলেন, একটি গোষ্ঠী চায় বাংলাদেশ থেকে ইসলামিক কালচার উঠে যাক। তিনিও বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে ভিসি চত্বর হয়ে পুনরায় টিএসসি এসে শেষ হয়।


সর্বশেষ সংবাদ