একাধিক প্রেমের বিরুদ্ধে রাবিতে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
একাধিক প্রেমের বিরুদ্ধে রাবিতে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ

একাধিক প্রেমের বিরুদ্ধে রাবিতে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ © টিডিসি ফটো

‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না তা হবে না’ এই স্লোগানকে সামনে রেখে ভালোবাসা দিবসে একাধিক প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের এক সংগঠনের সদস্যরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের আমচত্বর থেকে ‘প্রেমবঞ্চিত সংঘ’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পরিবহণ মার্কেটের সামনে গিয়ে মিলিত হয়।

এতে অংশ নেন সংগঠনের শতাধিক সদস্য। এসময় ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘তুমি কে?, আমি কে? বঞ্চিত, বঞ্চিত’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’, ‘আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই’, ‘মন দিয়ে প্রেম হয়, দেহ দিয়ে নয়’, ‘নষ্ট প্রেমের কাঁথাতে, আগুন জ্বালাও একসাথে’, এমনসব স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

প্রেমবঞ্চিত সংঘের সভাপতি মোকতাদির মাহ্দি বিন ওমর শাফী বলেন, আমরা প্রেমের বিরুদ্ধে না। কিন্তু আমাদের অভিযোগ হলো, সমাজে প্রেমের সুষ্ঠু বণ্টন হচ্ছে না। আমরা দেখি, যার চেহারা ভালো, যার বাইক আছে, ক্যামেরা আছে সেই একাধিক প্রেম করছে। কিন্তু যাদের এসব নেই, তাদের উপায় কী হবে? আমাদের কি প্রেম করার অধিকার নেই? আমরা প্রেমের সুষ্ঠু বণ্টন চাই; এটা আমাদের ন্যায্য অধিকার।

সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ইহতেশামুল হক ইবনুর বলেন, ভালোবাসা দিবসে আমরা সবার মাঝে সমহারে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। অবশ্যই আমরা প্রেমের বিরুদ্ধে না, আমরা তাদেরই বিরুদ্ধে যারা একাধিক প্রেম করে। পবিত্র প্রেমের নামে এই শ্লীলতাহানি আমরা চাই না। আমরা চাই সমতা।

প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিলে অংশ নেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসমা। তিনি বলেন, আমরা যারা সিঙ্গেল আছি, আমরা চাই সমাজের কেউ বঞ্চিত না হোক। আমরা চাই প্রেমের সুষ্ঠু বণ্টন হোক। আমরা প্রায়শই দেখি, একজন অনেকের সাথে প্রেম করছে।

এর আগে প্রেমবঞ্চিত সংঘের কমিটি গঠন করা হয়। এতে মোকতাদির মাহ্দি বিন ওমর শাফীকে সভাপতি ও এহসান আহমেদ আকাশকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটে চোখ সিলেটের
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে নতুন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা …
  • ২০ জানুয়ারি ২০২৬
বাসররাতে 'কনে বদলের' অভিযোগ, পাল্টাপাল্টি মামলা
  • ২০ জানুয়ারি ২০২৬
জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9