রাবির নতুন সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক আ. ন. ম. ওয়াহিদ

২৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ

অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। রবিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রাবি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন শিক্ষক। আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। বিএনপিপন্থী সাদা দল থেকে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মোর্ত্তুজা। এছাড়া বিএনপিপন্থী বিদ্রোহী প্রার্থী ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আরিফুর রহমান। ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হন হলুদ প্যানেলের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। অধ্যাপক গোলাম মোর্ত্তুজা পেয়েছেন ৩১৯ ভোট এবং অধ্যাপক মো. আরিফুর রহমান পেয়েছেন ৫০ ভোট।

নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য বলেন, এই বিজয়ের মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমার উপর একটি গুরুদায়িত্ব ন্যাস্ত করেছেন। আমি তাদের ম্যান্ডেটকে সুবিবেচনায় নিয়ে আগামী দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স ও অন্যান্য নিয়মকানুন দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে তার জন্য সর্বোত্তম শ্রেষ্ঠ অব্যাহত রাখব। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ শিক্ষার্থীদের অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সিন্ডিকেট ভূমিকা রাখার চেষ্টা করব। 

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, দেশকে এগিয়ে নিতে চাই: …
  • ৩১ জানুয়ারি ২০২৬
‎কিশোরগঞ্জ হাওরে গলা কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬