সিজিপিএ ২.৫ থাকলেই ঢাবিতে মাস্টার্সের সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:২০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জিতে এমএস ইন রিনায়েবল এনার্জি টেকনোলজি (এমআরইটি) প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করেছে ইনস্টিটিউট অব এনার্জি।
আবেদনের যোগ্যতা: প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্নাতকে জিপিএ/সিজিপিএ–৪–এর মধ্যে ২ দশমিক ৫ থাকতে হবে।
আবেদন গ্রহণের স্থান: ইনস্টিটিউট অব এনার্জি বিভাগের অফিসকক্ষ থেকে বছরের ২৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষা: ভর্তি পরীক্ষা ২৭ জানুয়ারি ২০২৪, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঢাবিতে প্রফেশনাল মাস্টার্সের সুযোগ, জিপিএ ২.৫ থাকলেই আবেদন
পরীক্ষা: পরীক্ষা হবে কার্জন হল পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০ জানুয়ারি।