জাপানের এনইএফ বৃত্তি পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

জাপানের এনইএফ বৃত্তি পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী
জাপানের এনইএফ বৃত্তি পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদ এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১০জন মেধাবী শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তি লাভ করেছেন। 

এনইএফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—নুসরাত জাহান লিজা, জুলফা বেগম, শায়লা আকতার (উদ্ভিদবিজ্ঞান), মুনতাহিনা ইসলাম পায়েল (প্রাণিবিদ্যা), রুকাইয়া পারভীন লাবণী (অণুজীব বিজ্ঞান), নির্বাচিতা করিম রিতা, সামিরা আকতার (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), সেলিম সাদমান সাদাত, মাছেদা খাতুন (মৎস্যবিজ্ঞান) এবং সাদিয়াতুল জান্নাহ (সমুদ্রবিজ্ঞান)।

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন এ কে এম মাহবুব হাসান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন মো. জিল্লুর রহমান, এনইএফ বৃত্তি কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাবেদ হোসেন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র পরিবেশ হুমকির মুখে পড়েছে। মানুষের অস্তিত্ব রক্ষার জন্য অবশ্যই পরিবেশ সংরক্ষণ করতে হবে। পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

তিনি আরও বলেন, ক্যাম্পাসের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হতে হবে।’ পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence