কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং
পাবলিকে দেশসেরা ঢাবি, বেসরকারিতে নর্থ সাউথ
- খাঁন মুহাম্মদ মামুন
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ০৬:৪০ PM
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪’-এ এশিয়ার সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম উঠাতে পারেনি বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এবারের তালিকায় দেশের হয়ে প্রথম অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৪০তম হয়েছে। এছাড়াও দেশের হয়ে তালিকার শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের মধ্য রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বেসরকারি উচ্চশিক্ষালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। তালিকায় উচ্চশিক্ষালয় দুটির অবস্থান যথাক্রমে ১৮৭ ও ১৯১তম।
বুধবার (৮ নভেম্বর) এশিয়ার সেরা ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটি। প্রতি বছরের নভেম্বর মাসের শুরুতে তালিকাটি প্রকাশ করা হয়। এর আগে গত বছর দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম বারের মতো এ র্যাঙ্কিংয়ে অংশগ্রহণ করে প্রথমবারই বাজিমাত করে।
এশিয়ার সেরা ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও সবার সেরা হয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। এবার দ্য ইউনিভার্সিটি অব হংক তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। র্যাঙ্কিংটি প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এর মধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়ে করা র্যাঙ্কিংয়ের বিষয়ে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং। কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র্যাঙ্কিং প্রকাশ করে।
কিউএস অ্যাকাডেমিক খ্যাতি (অ্যাকাডেমিক রেপুটেশন), চাকরির বাজারে সুনাম (অ্যামপ্লয়ার রেপুটেশন), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (ফ্যাকাল্টি-স্টুডেন্ট রেশিও), শিক্ষক প্রতি গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস পার ফ্যাকাল্টি), আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও), আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও), আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক (ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক) ও কর্মসংস্থানের (অ্যাম্প্লয়মেন্ট আউটকামস) মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে বৈশ্বিক উচ্চশিক্ষালয়গুলো মূল্যায়নে।