ঢাবির শূন্য ৯৩ আসনে ভর্তিতে ‘আগ্রহী’, জানাতে হবে আজকের মধ্যে

ঢাবির শূন্য আসনে ভর্তিচ্ছুদের ডাকা হয়েছে
ঢাবির শূন্য আসনে ভর্তিচ্ছুদের ডাকা হয়েছে  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে কয়েকটি বিভাগে ৯৩টি আসন শূন্য রয়েছে। এসব আসনে ভর্তিচ্ছুদের আগ্রহের কথা আজ মঙ্গলবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে জানাতে হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ঢাবিতে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম শেষ হয়েছে প্রায় দুই মাস হলো। তবে এখনো কয়েকটি বিভাগের সিট খালি থাকায় শিক্ষার্থী ভর্তির আহবান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়ক আব্দুল বাছির স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ঢাবিতে এখনো ফারসি বিভাগে ২১টি, উর্দু বিভাগে ৫১টি,  সংস্কৃত বিভাগে ৩৬টি এবং পালি এন্ড বুদ্ধিস্ট বিভাগে ২৪টি সিট খালি রয়েছে। এই সি গুলো পুরণ করতে শিক্ষার্থী ভর্তির আহবান জানিয়েই মূলত এই নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। নোটিশটি দেখতে এখানে ক্লিক করুন।

বিভাগে ভর্তি হলে বিভাগ পরিবর্তন করার কোনো সুযোগ নেই এবং এসএসসি এবং এইচএসসির নম্বরপত্র ছয় মাস বিভাগে সংরক্ষিত থাকবে ও ভর্তি বাতিল করা যাবে না। এ দুইটি শর্ত মানলেই শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবে বলে নোটিশে জানানো হয়। অনলাইনে লগইন করে ভর্তিতে আগ্রহের কথা জানাতে হবে।

এ বিষয়ে কলা অনুষদের ডিন ড. আব্দুল বাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এর আগে এমন কোনো বিষয়কে বা কয়েকটি বিভাগকে টার্গেট করে নোটিশ দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচারাচর সিট খালি না থাকলেও এবার কেন খালি রয়েছে সেটা আমি জানি না। গুচ্ছসহ অন্যান্য পরীক্ষাগুলো পড়ে নেওয়াতে সেখানে ভর্তি কার্যক্রম চলছেই। সিট খালি হওয়ার এটা একটা কারণ হতে পারে।

আরো পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, ঢাকার বাইরে আলাদা ফি

শর্তে ভর্তি বাতিল না করার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, অনেক দিন হয়েছে ক্লাস শুরু হয়েছে। এখন ভর্তি হলে ভর্তি বাতিল সম্ভব না বা বিভাগ পরিবর্তনও সম্ভব না। তাই যারা ভর্তি হবে তারা যেন সব কিছু জেনেই ভর্তি হয়।

উল্লেখ্য, চারটি বিভাগে মোট ৯৩টি সিট খালি রয়েছে। যেখানে তিন ইউনিট থেকেই আলাদা আলাদা ভাবে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ফারসি বিভাগে ‘ক’ ইউনিটের জন্য  সিট খালি রয়েছে ৮টি, ‘খ’ ইউনিটের ১১টি এবং ‘গ’ ইউনিটের ২টি। উর্দু বিভাগে ‘ক’ ইউনিটের জন্য সিট খালি রয়েছে ৪টি, ‘খ’ ইউনিটের ৪৩টি ‘গ’ ইউনিটের ৪টি।

সংস্কৃত বিভাগে ‘ক’ ইউনিটের জন্য সিট খালি রয়েছে ১০টি, ‘খ’ ইউনিটের জন্য ২৪টি এবং ‘গ’ ইউনিটের জন্য ২টি। পালি বিভাগে ‘ক’ ইউনিটের জন্য সিট খালি রয়েছে ৬টি, ‘খ’ ইউনিটের জন্য ১৫টি এবং ‘গ’ ইউনিটের জন্য ৩টি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence