ঢাবিতে ‘চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যান’ এর নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
প্রধান অতিথিহে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে

প্রধান অতিথিহে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টিস্থ চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যান’ এর উদ্যোগে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে এটি অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোশাররফ হোসেন। সভাপতি করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আরকানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ও কোয়ালিফাইড চার্টার্ড একাউনট্যান্ট এবং বিসিএস ক্যাডারগণ।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আরকানুল ইসলাম সংগঠনের প্রতিষ্ঠানকালীন ইতিহাস এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মধ্যে বলেন, চট্টগ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির নবাগত ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাত্তিত্বমূলক সম্পর্ক গড়ে তোলা এবং নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসের নানা সুবিধা অসুবিধায় সহযোগিতা করে তাদের ভবিষ্যৎ পথ সুগম এবং একটা শক্তিশালী এলামনি গড়ে তোলে ঢাকার বুকে চট্টগ্রামের রাজকীয় পতাকার উড্ডয়ন সমুচ্চিত রাখাটাই এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে ওনি বলেন, ঢাকা টু চট্টগ্রাম ট্যুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসে চাটগাঁইয়া মেজবানি আয়োজন এবং ম্যাগাজিন প্রকাশ করার পরিকল্পনা জানান। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোশাররফ হোসেন শিক্ষার্থীদের উদ্দীপ্ত করে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজে ফোকাস করার আহবান জানান। প্রধান বক্তা কামরুল হাসান কর্পোরেট জীবনে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করার পাশাপাশি কোন কোন বিষয়গুলোতে একজন কর্পোরেট হতে চাওয়া শিক্ষার্থী ফোকাস করা দরকার সেসব বিষয়ে আলোকপাত করেন। 

এই অনুষ্ঠানে চট্টগ্রামের বিজনেস ফ্যাকাল্টির ২০২২-২৩ প্রায় ২০০ জনসহ সর্বমোট ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
মডেল মেঘনা আলমের পেশা রাজনৈতিক প্রশিক্ষক!
  • ০১ জানুয়ারি ২০২৬
‘সওয়াবের আশায়’ মাত্র ১০ হাজার টাকায় চার রুম ভাড়া দেন বাড়…
  • ০১ জানুয়ারি ২০২৬
সুপার ওভারে রংপুরকে হারাল রাজশাহী
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!