ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন মোরসালিন

০৬ জুলাই ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন মোরসালিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন মোরসালিন © সংগৃহীত

জাতীয় ফুটবল দলের অন্যতম সদস্য শেখ মোরসালিন এই সময়ের আলোচিত তরুণ ফুটবলার। সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে জয়ী ম্যাচে গোল করে অবদান রেখেছেন তিনি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেছেন মোরসালিন। এবার প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন এই ফরোয়ার্ড। জাতীয় দল বা শীর্ষ খেলোয়াড় হলে এখন থেকে পরীক্ষা ছাড়াই দেশসেরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

বুধবার (৫ জুলাই) থেকে প্রয়োজনীয় সনদপত্রসহ সাদা কাগজে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার ইউনিট প্রধান বরাবর আবেদন করতে হবে। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে এই আবেদন করতে হবে। পরে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে প্রার্থীদের সরাসরি মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে ভর্তির সুপারিশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ ১৯ বছর পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক পর্যায়ে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা ছাড়াই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়েই ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোরসালিনের ভর্তি হওয়ার সুযোগ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় খেলোয়াড়দের পরীক্ষা ছাড়াই ভর্তির সিদ্ধান্ত নিয়েছে গত মঙ্গলবার। এতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বার উন্মুক্ত হয় শেখ মোরসালিনের। গতকাল বুধবার থেকে ভর্তিচ্ছু খেলোয়াড়দের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবেদন করেছেন বাংলাদেশের ফুটবলের উঠতি তারকা শেখ মোরসালিন। 

বিকেএসপি থেকে মানবিক বিভাগে এসএসসিতে জিপিএ ৪.৪৪ ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন তিনি। এবার জাতীয় দলে দারুণ পারফরম্যান্সের পর উচ্চশিক্ষার জন্য ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির পথও সুগম হয়েছে।

তার কথায়, ‘সাফে দেশের হয়ে খেলার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে পরের বছর পরীক্ষা দেয়া ছাড়া উপায় ছিল না। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ পাচ্ছি শুধু জাতীয় দলে খেলার জন্যই। জাতীয় দলে খেলা এবং বিশ্ববিদ্যালয়ে সুযোগ দুটিই আল্লাহ আমাকে দিয়েছেন।’

শেখ মোরসালিন, ফাইল ছবি।

জাতীয় দলে পাঁচ ম্যাচে দুই গোল করেছেন মোরসালিন। বক্সের বাইরে থেকে তার জোরালো শটে গোল করা সবাইকে মুগ্ধ করেছে। এছাড়া তার ফুটবলীয় গুণ দেখে সবাই খুব আশাবাদী।  একটা সময় দেশসেরা খেলোয়াড়রা খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। সেই সুযোগ সংকুচিত হয়ে ছিল বহুদিন। অবশেষে খেলোয়াড়দের জন্য আবার খুলেছে ঢাবির দুয়ার।

যারা ভর্তি হতে পারবেন: ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এছাড়া প্রার্থীদের গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ' দল এবং বয়সভিত্তিক অনূর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬ দলের সদস্য হয়ে জাতীয়/আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন এবং এথলেটিক্স, ব্যাডমিন্টন, টেবিল-টেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র‍্যাংকিংয়ে ১ থেকে ৫ এর মধ্যে থাকা প্রার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখে ভর্তিচ্ছু প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিট ভিত্তিক ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
১০ দলের ৪৭ আসন ভাগ কবে, কীভাবে—নির্বাচনী ইশতেহার কেমন হবে?
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, আটক ৩
  • ১৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ চলতি মাসেই
  • ১৯ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল আজ, ভর্তি …
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9