‘চাকরি না পাওয়ায়’ চবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

এরফান আহমেদ সামি ও চবি লোগো
এরফান আহমেদ সামি ও চবি লোগো  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, পড়াশোনা শেষ করার পরও দীর্ঘদিন চাকরি না পাওয়ায় মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী থানার আলী আজম নগরের নুরবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত এরফান আহমেদ সামি (২৮) ফেনী সদরের চাড়ীপুর এলাকার শফি আহমেদের ছেলে। তিনি চবির হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

জানা গেছে, দুই বছর আগে চবি থেকে পড়াশোনা শেষ করে তিনি বেকার ছিলেন। অনেক জায়গায় চাকরিও খুঁজে ছিলেন। কিন্তু আশানুরূপ চাকরি পাচ্ছিলেন না। এটা নিয়ে বিষণ্নতায় ভোগেন সামি। চাকরি না পাওয়াসহ পারিবারিক নানা দুশ্চিন্তা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার দিন পুলিশ খবর পেয়ে বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো সামির লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 


সর্বশেষ সংবাদ