চবিতে অনুষ্ঠিত হচ্ছে চিটাগং সায়েন্স কার্নিভাল ৩.০

১২ জুন ২০২৩, ০৭:০৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) এর উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ‘চিটাগং সায়েন্স কার্নিভাল ৩.০ আগামী ১৫ জুন (বৃহস্পতিবার) চবির সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে ও অনুষদের সামনে দিনব্যাপী বিভিন্ন সেগমেন্টে এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ১ লাখ ১১ হাজার টাকার আর্থিক পুরস্কার।

আজ সোমবার (১২ জুন) দুপুর ২টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ও অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান মেলার স্পন্সর বায়োজিন কসমেসিউটিক্যালস চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার সৌমেন আচার্য, সিইউএসএসের সভাপতি মিনহাজুর রহমান শিহাব, সহ-সভাপতি সৈয়দ জাওয়াদ হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমেন জামিল ওয়াসি। 

আরও পড়ুন:শেখ হাসিনা নয়, শরীয়তপুরের বিশ্ববিদ্যালয় হবে বঙ্গবন্ধুর নামে

সংবাদ সম্মেলনে জানানো হয় ১৫ই জুন অনুষ্ঠিতব্য  বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, প্রধান বক্তা চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাঈল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এবং বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অনুষ্ঠান উদ্বোধন করবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। দুই পর্বের এ মেলার প্রথম পর্বে থাকবে উদ্বোধনী পর্ব, আলোচনা সভা, বিভিন্ন সেগমেন্ট প্রদর্শনী ও বিচারকাজ পরিচালনা।

দ্বিতীয় পর্বে থাকবে ‘নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্ভাবনা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সৌরশক্তি গবেষক ও বিজ্ঞানী এবং মালয়েশিয়ার ভেনেগা ন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. নওশাদ আমিন। 

উল্লেখ্য ২০১৯ সালে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় চিটাগং সায়েন্স কার্নিভাল, ২০২২ সালে চিটাগং সায়েন্স কার্নিভাল ২.০। ২০২৩ সালে তৃতীয় বারের মতো আয়োজন হতে যাচ্ছে কার্নিভালটি। এবারের আয়োজনে থাকছে পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, হ্যাকাথন, রোবো সকার কম্পিটিশন, রেইন স্ট্রমিং, কুইজ প্রভৃতি সেগমেন্ট। এতে স্কুল, কলেজ ও ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রফেশনালরাও অংশগ্রহণ করবেন।প্রতিটি সেগমেন্টে বিজয়ীদের জন্য পৃথক ক্যাটাগরীতে পুরষ্কারসহ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ১ লাখ ১১ হাজার টাকার আর্থিক পুরস্কার থাকছে।

১২ ফেব্রুয়ারির আগে মাদ্রাসায় ছাত্রসংসদসহ সব নির্বাচন বন্ধের…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের ন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লক্ষ টাকা দাবি, ৩ জন আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে ৯ বিভাগে, আবেদন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে র‌্যাবের ওপর গুলিবর্ষণ, এক কর্মকর্তা নিহত, গুরুত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শিক্ষক-কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9