নিজ বাড়ি থেকে ঢাবি শিক্ষার্থীর বোন নিখোঁজ 

হিরুনা আক্তার
হিরুনা আক্তার  © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাঁশতলা গ্রাম থেকে হিরুনা আক্তার নামে ২৫ বছর বয়সী মানসিক সমস্যাগ্রস্ত এক নারী নিখোঁজ হয়েছেন। বুধবার (৩১ মে) রাত সাড়ে ৯ টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। 

নিখোঁজ হিরুনা আক্তার (২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা মিমির বড় বোন। হিরুনা আক্তারের গায়ের রঙ ফরসা। সে মানসিকভাবে কিছুটা অসুস্থ। তার পরনে ছিলো খয়েরি রংয়ের জামা, সেলোয়ার এবং উড়না। উচ্চতা আনুমানিক ৫ ফুট। 

এ বিষয়ে আফসানা মিমি বলেন, আব্বু অসুস্থ থকায় আম্মুর সাথে আমি হাসপাতালে ছিলাম। রাতে আমার ভাবী হঠাৎ করে দরজা খোলার শব্দ  শুনতে পান। কিন্তু তিনি ভেবেছিলেন গরমের কারণে সে বাইরে বের হয়েছে। কিন্তু সকালে উঠে তাকে আর পাওয়া যায়নি। থানায় খোঁজ নিয়েছি, তারাও কিছুই জানেন না এ ব্যাপারে। সবার কাছে মানবিক আবেদন আমার বোনকে খুঁজে পেতে সাহায্য করুন।

জিডি করা প্রসঙ্গে তিনি বলেন, আমি ঢাকাতে, আব্বু অসুস্থ থাকায় হাসপাতালে রয়েছেন। আম্মুও আব্বুর সাথেই। কাল জিডি করতে যাবো।

নাম: হিরুনা আক্তার
বয়স: ২৫
থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ 
গ্রাম : বাঁশতলা।
হারানোকালে পরণে ছিলো: খয়েরি রঙ এর জামা, সেলোয়ার উড়না। 
যোগাযোগের ঠিকানা: 
01706525161 (হিরুনার বাবা)
01735849719 (হিরুনার ভাই)


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence