ঢাবির চারুকলা ইউনিটের ফলাফল প্রকাশ নিয়ে যা বললেন ডিন

২৭ মে ২০২৩, ১১:২৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক নিসার হোসেন আজ শনিবার (২৭ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আগে যে তারিখের কথা বলেছিলাম, সেটি নানা কারণে পিছিয়েছে। তবে ৩০ তারিখের মধ্যে ফলাফল দিয়ে দেওয়া হবে। কাছাকাছি সময়ে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ফলাফল প্রকাশের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে একসঙ্গে ফলাফল প্রকাশ করা হতে পারে।

চারুকলা ইউনিটের সমন্বয়ক আরও বলেন, কলা ইউনিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা শুরুতে ৩০ তারিখের কথা জানিয়েছিল। তবে তারা জানিয়েছে, কিছুটা দেরি হতে পারে। সেক্ষেত্রে একসঙ্গে সম্ভব না হলে আমরা ২৯ তারিখের মধ্যেও ফলাফল দিয়ে দিতে পারি। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়। ২৮ মে'র (রোববার) পরে এ ফলাফল প্রকাশ করা হবে বলে এতে জানানো হয়েছে। এক জরুরি নোটিশে এ তারিখ জানানো হয়েছে। 

গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ অনুষদে মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে কতজন শিক্ষার্থী চূড়ান্তভাবে অংশ নিয়েছেন; তা ফলাফল প্রকাশের পর জানা যাবে।

জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬