ঘূর্ণিঝড় ‘মোখা’: চবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপ-উপাচার্য বলেন, "আগামী ১৪ ও ১৫ মে ২ দিন আমাদের সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’

ভর্তি পরীক্ষার বিষয়ে উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে বলেন, ‘‘১৬ তারিখের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা ১৪ এবং ১৫ তারিখ পর্যন্ত একটু দেখতে চাই ঘূর্ণিঝড়ের কারণে পরিস্থিতি কোথায় যায়। এরপর আমরা বসে সিদ্ধান্ত নিবো। পরবর্তী সিদ্ধান্ত অবশ্যই জানানো হবে।’’


সর্বশেষ সংবাদ