জাবির ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্সে এমএসসি করার সুযোগ

জাবির পদার্থবিজ্ঞান বিভাগ
জাবির পদার্থবিজ্ঞান বিভাগ  © সম্পাদিত

গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৩ তে ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্সে (উইকএন্ড প্রোগ্রাম) এমএসসি করার সুযোগ দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগ্রহীদের ১৮ মে ২০২৩ তারিখের মধ্যে আবেদন করা হল।

প্রোগ্রামের বৈশিষ্ট্য:

১। ত্রৈমাসিক সিস্টেম এক শিক্ষাবর্ষে প্রোগ্রাম সম্পূর্ণ হবে

২। মানসম্পন্ন গবেষণা এক্সপোজার সহ বিশ্বমানের মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ

৩। ক্লাস শুধুমাত্র সপ্তাহান্তে পরিচালিত হযবে

৪। ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা

৫। ক্লাসের জন্য অনুকূল পরিবেশ এবং অবকাঠামো শিক্ষা এবং গবেষণা

৬। পড়া এবং গবেষণা সামগ্রীর জন্য ভালো সুবিধা

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে পদার্থবিদ্যা/অ্যাপ্লাইড ফিজিক্স/কম্পিউটার সায়েন্স/ইইই বা ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি গণিত পরিসংখ্যান রসায়ন ভূতাত্ত্বিক বিষয়ে ৪ বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি

অথবা পদার্থবিদ্যা/অ্যাপ্লাইড ফিজিক্স কম্পিউটার সায়েন্স/ইইই-এ  অথবা প্রকৌশল/তথ্য প্রযুক্তি/গণিত/পরিসংখ্যান/রসায়ন/ভূতাত্ত্বিক বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান/প্রকৌশল বিষয়ে ৩ বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি

অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো ক্ষেত্র সম্পর্কিত পদার্থবিদ্যা/অ্যাপ্লাইড ফিজিক্স/কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি/গণিত/পরিসংখ্যান/রসায়ন/ভূতত্ত্ব বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান/এ ৩ বছরের বিএসসি (পাস) সমমানের ডিগ্রি।

• বিএসসি (অনার্স) এবং বি.এসসি (পাস) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ: ২.৫ এবং এইচএসসি ও এসএসসি তে ৩.০০

আবেদন পদ্ধতি: আগ্রহীদের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে, ফর্ম পূরণ করার পরে, অনলাইনে ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে অথবা পদার্থবিদ্যা বিভাগে সরাসরি যোগাযোগ করতে পারেন। আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন -www.juniv.edu/department/phy

ইমেল: physics@juniv.edu, mspwp@juniv.edu

আবেদনের ফি: ১,০০০/-টাকা বিস্তারিত আবেদন প্রক্রিয়ার জন্য যোগাযোগ করুন: 01318526935 (বিকাশ), 01318526936

ভর্তি পরীক্ষা: ১৯ মে ২০২৩ (শুক্রবার সকাল ১০টায়)

ভর্তি: ২১ মে থেকে ২৫ মে ২০২৩ পর্যন্ত

ক্লাস শুরু: ২৬ মে ২০২৩


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence