কাগজবিহীন লেখাপড়ার কারিকুলাম তৈরি করতে হবে: মোস্তফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার  © টিডিসি ফটো

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, শিক্ষাক্ষেত্রে কাগজবিহীন লেখাপড়ার কারিকুলাম তৈরি করতে হবে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের গ্যালারিতে দুই দিনব্যাপী 'Inclusive Higher Education: Bangladesh Context' শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথির ভাষণে মোস্তফা জব্বার আরও বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ মানব সম্পদের প্রয়োজন রয়েছে। এ জন্য সবাইকে তথ্য-প্রযুক্তিতে অভিজ্ঞ হতে হবে। এখন কাগজ বিহীন লেখাপড়ার কারিকুলাম তৈরি করতে হবে। সকলকে ইন্টারনেট থেকে শিক্ষা গ্রহণের যোগ্যতা অর্জন করতে হবে। 

আরও পড়ুন: ঢাবিতে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়লো মঞ্চ (ভিডিও)

মন্ত্রী তার ভাষণে আরও বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধীদের লেখাপড়া এবং দেখভালের দায়িত্ব সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া উচিত। এতে শিক্ষা মন্ত্রণালয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যুৎসই শিক্ষা কারিকুলামের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম বলেন, শিক্ষা ব্যবস্থাকে রূপান্তরের জন্য ডিজিটাল জ্ঞান অর্জন করতে হবে। স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, জাবির আইআইটি বিভাগের পরিচালক এবং ডাইভার্স এশিয়ার জাবি শাখার প্রধান অধ্যাপক ড. এম শামীম কায়সার, ডাইভার্স এশিয়া'র সমন্বয়কারী যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেভিড ব্রাউন প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence