জাবিতে ইতিহাস বিভাগের মাসব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪১ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত হয়েছে। এদিনে উৎসবে মেতে উঠেছেন বিভাগটির শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের মৃৎমঞ্চে সমাপনী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।
এ সময় উপাচার্য বলেন, ইতিহাস বিভাগের অনেক শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তারা দেশ ও জাতিকে সেবা দিয়ে যাচ্ছেন। তারা আমাদের জন্য গর্বের ও গৌরবের।
আরও পড়ুন: বিএনপিসহ ২৭ দলের কর্মসূচি ঘোষণা
এরপর উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিভাগ সংশ্লিষ্টরা। শোভাযাত্রাটি পুরাতন কলাভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে বিভাগের জেষ্ঠ অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ ও সহযোগী অধ্যাপক হোসনে আরা উপস্থিত ছিলেন।
সমাপনী দিনে আনন্দ র্যালি, স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে গুণীজন সম্মাননা, র্যাফেল ড্র এবং সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। সকাল থেকে উৎসবের বিভিন্ন পর্বে ব্যস্ত থাকতে দেখা যায় তাদের। এর আগে ‘অতীতের আলোতেই এ বর্তমান, পঞ্চাশে ইতিহাস হোক অম্লান’ স্লোগানে গত ১৭ নভেম্বর অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: ফারদিনের মৃত্যু নিয়ে ৫ প্রশ্নের উত্তর জানতে চান বুয়েট শিক্ষার্থীরা
৪ টি পর্বে মাসব্যাপী এ অনুষ্ঠানে ফলক উন্মোচন, সেমিনার, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, বিতর্ক প্রতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, ফুটবল, ক্রিকেট ও ভলিবল প্রতিযোগিতা, বাউল সঙ্গীত, গজল সন্ধ্যা প্রভৃতি আয়োজন ছিল।
জানা যায়, ১৯৭২ সালের ১৭ নভেম্বর ইতিহাস বিভাগ প্রতিষ্ঠা করেন জাতীয় অধ্যাপক ড. এ এফ সালাহ্উদ্দীন আহমদ।