ঢাবিতে হতাশ আর্জেন্টিনার সমর্থকরা

  © টিডিসি ফটো

আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বড় পর্দাগুলোর সামনে ভরপুর দর্শক ছিল। খেলা চলাকালীন সময়ে কেউ কেউ ছিলেন আর্জেন্টিনার সমর্থক। আবার কেউ সৌদি আরবের। ম্যাচ শেষে প্রিয় দল হারায় হতাশ আর্জেন্টিনার সমর্থকরা। তবে তারা আশা ছাড়েননি।  

প্রিয় দলের হারার পর তারা বলছেন এক ম্যাচ হারলেও সামনে সুযোগ আছে। কাতার বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনা ঘরে তুলবে বলে আশা করছেন তারা।

রাকিব নামে এক আর্জেন্টাইন সাপোর্টার বলেন, অনেক আশা করে আর্জেন্টিনার প্রথম ম্যাচটা দেখতে এসেছিলাম টিএসসিতে। হেরে মন খারাপ হয়েছে। কিন্তু কাপ আর্জেন্টিনাই নিবে বলে আশা করি।

আরেক আর্জেন্টাইন সাপোর্টার বলেন, ব্রাজিল সাপোর্টার বন্ধুরা ট্রল করছে আমাদের আর্জেন্টাইন সাপোর্টারদের নিয়ে। ব্রাজিল সাপোর্টার বন্ধুরা আজ সৌদিআরবকে সমর্থন করে তাদের ঘিরে স্লোগান দিচ্ছে।

খেলা চলাকালীন সময়ে বড় পর্দাগুলোর সামনে গিয়ে দেখা যায়, ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে সৌদি আরবের পক্ষে গলা ফাটাচ্ছেন কিছু দর্শক। একজনের সাথে কথা বলে জানা যায়, তিনি ব্রাজিলের সাপোর্টার হলেও আর্জেন্টিনার হারকে উদযাপন করতে সৌদি আরবের সাপোর্ট করেছেন আজ। এছাড়া খেলা শেষে ব্রাজিলের জার্সি গায়ে সৌদি আরবের পক্ষে স্লোগান দিতে দেখা যায় অনেক সমর্থককে। 

উল্লেখ্য, বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের সাপোর্টারদের ভেতর যেন স্নায়ু যুদ্ধ চলে। দল সাপোর্টকে কেন্দ্র করে অনেক অদ্ভুত কাজ করেন অনেকে। হলে হলে গিয়ে দেখা মেলে তার প্রমাণ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছেয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনা পতাকায়। বিজয় একাত্তর হল ও পিছিয়ে নেই। জসীম উদদীন হলে গিয়ে দেখা মেলে দেওয়ালে দেওয়ালে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা আঁকানো। অন্যদলের সাপোর্টার থাকলেও আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা হলে উচ্ছ্বাসটা একটু বেশি থাকে ক্যাম্পাসে। আজকের আর্জেন্টিনা ম্যাচও তেমনটা দেখা যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence