জাবিতে প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী

২০ নভেম্বর ২০২২, ০৬:২৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
জাবিতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল ম্যাচ

জাবিতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল ম্যাচ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ২-১ গোলে ব্রাজিল সমর্থক গোষ্ঠীকে পরাজিত করে। 

রবিবার (২০ নভেম্বর) বিকাল ৩ টায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী দলের নেতৃত্ব দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং ব্রাজিল সমর্থক গোষ্ঠীর নেতৃত্ব দেন একই বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। খেলাটি পরিচালনা করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুর রউফ। 

ম্যাচের ১৭ মিনিটে ফ্রি কিক থেকে দূর্দান্ত এক গোল করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর দলকে লিড এনে দেন স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহেদ ইভান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রাজিল সমর্থক গোষ্ঠী দলকে সমতায় ফেরান স্নাতকোত্তরের শিক্ষার্থী পল্লব বসু। ১-১ গোলের স্কোরলাইন নিয়ে বিরতীতে যায় দুদল। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী দলকে এগিয়ে নিয়ে যান তৃতীয় বষের শিক্ষার্থী নুর মোহাম্মদ। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে ছন্দ হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ব্রাজিল সমর্থক গোষ্ঠী দলটি। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে ধুকতে থাকা দলটি আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। 

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী দলের অধিনায়ক অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, বিশ্বকাপের যে উচ্ছ্বাস এটা আমাদের ইউআরপি বিভাগেও আছে। সেই উচ্ছ্বাস পেতে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা মিলে একটা ম্যাচ খেলেছি। ভবিষ্যতেও এমন বন্ধুত্বপূর্ণভাবে আমরা আবারও ম্যাচ খেলব। দিনশেষে আমরা সবাই এই বিভাগে শিক্ষক-শিক্ষার্থী সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখব। 
ব্রাজিল সমর্থক গোষ্ঠী দলের অধিনায়ক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, আমরা সবাই একত্রিত হয়ে খেলতে পেরেছি এটাই আমাদের সাফল্য। আমরা সামনে আরও দুইটা ম্যাচ একসাথে খেলব। আশা করি বিশ্বকাপের উন্মাদনায় আমদের ম্যাচগুলো শিক্ষক শিক্ষার্থী একসাথে উপভোগ করব।  

এসময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম, অধ্যাপক ড. গোলাম মইনুদ্দীন, সহযোগী অধ্যাপক ফরহাদুর রেজা, সহযোগী অধ্যাপক মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক সানিয়া সিফাত মিতি, সহযোগী অধ্যাপক আফসানা হক সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9