সীমান্তে হত্যার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৫২ PM
ঢাবিতে মশাল মিছিল

ঢাবিতে মশাল মিছিল © সংগৃহীত

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে স্কুল ছাত্র মিনারুল ইসলাম হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস-বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শত শত সীমান্ত হত্যার উদাহরণ আছে। কোনো হত্যার বিচার করা হয়নি। গত ৭ সেপ্টেম্বর মিনারুলকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত তার মরদেহ আনা সম্ভব হয়নি। ফেলানীর বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। যারা হত্যার শিকার হয়েছে তাদের চোরাকারবারির ট্যাগ দেওয়া হয়েছে। এর দায় দুই দেশের সরকারের। আমরা আবারও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সীমান্ত হত্যা বন্ধ করুন, চোরাচালান বন্ধ করুন।

বক্তারা আরও বলেন, গতকাল পাবনার বেড়ায় ছাত্র ফেডারেশনের উপর যে হামলা হয়। তার বিচার করতে হবে। তারা মূলত ভারতকে খুশি রাখতে এ হামলা করছে। বাংলাদেশ সরকারের প্রতি আবারও বলছি এ নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে।

মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড বলেন, সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করায় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্র ফেডারেশনের লিমন সরকারসহ ১০ জন ছাত্রনেতা আহত হয়। ছাত্রলীগের গুণ্ডারা যখন হামলা করছে পুলিশ সেখানে নির্বিকার ভূমিকা পালন করছে। হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মিনারের পরিবার লাশ পায়নি। আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি একের পর এক পতাকা বৈঠক হচ্ছে। কিন্তু লাশ তারা হস্তান্তর করেনি। আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী এ খবর পেয়ে নিন্দা জানাবেন। আমরা দেখলাম সীমান্ত হত্যা নিয়ে একটি শব্দ হয়নি। সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে হচ্ছে। কিন্তু সরকারের উচ্চ মহল সে দাবি এখনও বাস্তবায়ন করতে পারছেন না। আজকে বাংলাদেশের লাশের উপর দাঁড়িয়ে তারা গদি রক্ষায় মগ্ন। গদির কাছে বাংলাদেশের জাতীয় স্বার্থ, মানুষের জীবন ও আমাদের সার্বভৌমত্ব সবকিছু ধুলোয় মিশে গেছে।

আরও পড়ুন : ৬০ শতাংশের কম উপস্থিতিতে পরীক্ষা দিতে পারবে না সাত কলেজের শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, মানুষকে ভয় দেখিয়ে, মিছিলে গুলি করে, ত্রাস সৃষ্টি করে বাংলাদেশ কেন পৃথিবীর কেউ কখনো ক্ষমতায় থাকতে পারেনি, আপনিও পারবেন না। আইয়ুবের ইতিহাস আমরা জানি, এরশাদের ইতিহাস আমরা জানি, প্রধানমন্ত্রী আপনিও সে ইতিহাসের ধারাবাহিকতায় হাঁটছেন। মানুষকে যখন মুখোমুখি দাঁড় করাবেন, ছাত্র সমাজকে যখন মুখোমুখি দাঁড় করাবেন তখন বিদেশিদের কৃপায় ক্ষমতায় থাকার স্বপ্ন আপনার দুঃস্বপ্নে পরিণত হবে।

কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে তরুণ গবেষকদের নবীন বরণ ও ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ভারতীয় দূতাবাসকর্মীদের দেশে ফেরার পরামর্শ দিল্লির
  • ২১ জানুয়ারি ২০২৬
এআই বিষয়ক গবেষণায় ২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ পেল পাবিপ্রবি
  • ২০ জানুয়ারি ২০২৬
খুবির কত মেরিট পর্যন্ত ভর্তির সুযোগ পেলেন শিক্ষার্থীরা, আসন…
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘জিয়া কর্নার’ চালু করল ছাত্রদল
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9