গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা বলছে ইউজিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৪:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২২, ০৪:৩৮ PM
দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বিষয়ে গুচ্ছ কমিটি নিজেরাই সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (৫ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান ইউজিসি ও গুচ্ছ ভর্তি পরীক্ষায়র সমন্বয়কের দায়িত্ব পালনকারী অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এই বিষয়ে ইউজিসি কোনো হস্তক্ষেপ করবে না। এটি সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করবে।
আরও পড়ুন: শিক্ষকের ৪ সন্তানই বুয়েটের শিক্ষার্থী, মেয়ে চিকিৎসক
এদিকে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়া এবং করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, দেশে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমের হার ১৫ শতাংশের ঘরে পৌঁছে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। অনেকেরই বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। এই অবস্থায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কোনো ভাবেই সম্ভব হচ্ছে না।
শিক্ষার্থীদের দাবি, যেখানে বেঁচে থাকতে প্রতিদিন লড়াই করতে হচ্ছে সেখানে ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করার মতো অবকাশ তাদের নেই। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটি কেউ জানে না। বন্যার পানি নেমে গেলেও সবকিছু স্বাভাবিক হতে কমপক্ষে এক মাস সময় লাগবে। এই অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষা অন্তত এক মাস পেছানো দরকার।