মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানো উচিত: ইউজিসি সচিব

ড. ফেরদৌস জামান
ড. ফেরদৌস জামান   © ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানো উচিত বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

বুধবার (৩১ মার্চ) রাত ৯টায় দ্যা ডেইলি ক্যাম্পাসের 'করোনাকালীন শিক্ষার নানান দিক' নিয়ে আয়োজিত লাইভ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনও যুক্ত ছিলেন।

ইউজিসি সচিব বলেন, দেশে এই মুহুর্তে করোনার প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় মেডিকেলের মতো বড় একটি পাবলিক পরীক্ষা নেয়া খুবই ঝুঁকিপূর্ণ হবে। তাই পরীক্ষার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ। আমাদের হাতে এখনো ৩৬ ঘণ্টা সময় আছে। আশা করছি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পক্ষে একটি ভালো সিদ্ধান্ত নেবেন।


সর্বশেষ সংবাদ