অডিট রিপোর্টে আপত্তি

কম্পিউটার অপারেটর থেকে অতিরিক্ত পরিচালক, ইউজিসি চেয়ারম্যানের পিএসের পদোন্নতিতে অনিয়ম

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ PM
মো. মোস্তাফিজুর রহমান

মো. মোস্তাফিজুর রহমান © ফাইল ফটো

২০০১ সালে কম্পিউটার অপারেটর পদে ১১তম গ্রেডে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) চাকরিতে যোগদান করেছিলেন কমিশনের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের একান্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পরে নিজেকে ‘বঞ্চিত’ দাবি করে নিয়েছেন পদোন্নতি। সর্বশেষ এই পদোন্নতি পেয়ে তিনি হয়েছেন অতিরিক্ত পরিচালক তথা তৃতীয় গ্রেডের কর্মকর্তা। তাঁর এই পদোন্নতি ইউজিসি প্রবিধানমালার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে, যা সরকারের অডিট আপত্তিতে ধরা পড়েছে।

সম্প্রতি ইউজিসিতে অডিট কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষা অডিট অধিদপ্তর। এই অডিট রিপোর্টে মো. মোস্তাফিজুর রহমানকে বিধিবহির্ভূতভাবে ৯ম বা তদূর্ধ্ব পদে পদোন্নতি/পদোন্নয়ন প্রদান করা হয়েছে উল্লেখ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ইউজিসি কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। কমিশনের ২০২২-২০২৩ থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে বিধিবহির্ভূতভাবে ৯ম বা তদুর্ধ্ব পদে পদোন্নতি/পদোন্নয়ন প্রদান করা হয়েছে বলে এই অডিটের রিপোর্টে উঠে এসেছে।

আরও পড়ুন: অনিয়মের তথ্য দেওয়া ব্যক্তিকে খুঁজছে ইউজিসি

অডিট রিপোর্ট সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৫ অক্টোবর ১১তম গ্রেডে কম্পিউটার অপারেটর পদে মো. মোস্তাফিজুর রহমান যোগদান করেছিলেন। এরপর ২০০৪ সালের ৩০ ডিসেম্বর শাখা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। এরপর সহকারী সচিব (৬ষ্ঠ গ্রেড) হিসেবে পদোন্নতি পান ২০১১ সালের ২৪ এপ্রিল, আর ২০২০ সালের ৬ জুলাই উপপরিচালক (৫ম গ্রেড) হিসেবে পদোন্নতি পান। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পরে নিজেকে ‘বঞ্চিত’ দাবি করে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পদোন্নতি পান অতিরিক্ত পরিচালক হিসেবে।

অডিট রিপোর্টে কমিশনের কর্মকর্তাগণের ব্যক্তিগত নথি, পদোন্নতি/পদোন্নয়ন নথি পর্যালোচনায় দেখা যায়, প্রথম শ্রেণি পদে সরাসরি নিয়োগ করতে হবে এবং অন্যান্য পদে অনধিক ৫০% পদে পদোন্নতির মাধ্যমে পূরণ করা যেতে পারে। কর্মচারী হতে ৯ম বা তদূর্ধ্ব পদে পদোন্নতি/পদোন্নয়ন প্রদান করা হয়। কমিশন এর প্রবিধানমালা ১৯(২) এর লঙ্ঘন করে পদোন্নতি/পদোন্নয়ন করা হয়েছে। যা সুস্পষ্টভাবে অনিয়ম বলছে শিক্ষা অডিট অধিদপ্তর।

শিক্ষা অডিট অধিদপ্তরের এমন আপত্তিতে ইউজিসি জনায়, কমিশন আইন (১৯৭৩ সালের রাষ্ট্রপতির ১০ নম্বর আদেশ), বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (কর্মচারী) চাকুরি প্রবিধান ১৯৮৭ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্মচারী নিয়োগ/পদোন্নতি/পদোন্নয়ন নীতিমালা এবং সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ও কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত নথি পর্যালোচনাপূর্বক বিস্তারিত জবাব পরবর্তীতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: বাদ অধ্যাপক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ‘এক্সপার্ট’ ইউজিসি চেয়ারম্যানের পিএস 

ইউজিসির এমন মন্তব্যে শিক্ষা অডিট অধিদপ্তর বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষ জবাব প্রদানে বিরত থাকায় অডিট কোডের বিধি ৫৯ এবং ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস এর বিধি ৪৩৭ লঙ্ঘিত হয়েছে। উল্লেখ্য, প্রবিধান ১৯৮৭ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্মচারী নিয়োগ/পদোন্নতি/পদোন্নয়ন নীতিমালা অনুযায়ী ৯ম বা তদুর্ধ্ব পদে পদোন্নতি/পদোন্নয়নের অবকাশ নেই। তাই ইউজিসির কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বলে সুপারিশে বলছে শিক্ষা অডিট অধিদপ্তর।

এদিকে, গত জুন মাসে বিভিন্ন সময়ে ইউজিসিতে ঘটা অনিয়মের তথ্য দিয়ে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। শ্বেতপত্রটি একটি ই-মেইলের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়সহ একাধিক দপ্তর ও গণমাধ্যমকর্মীদের পাঠানো হয়। শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছিল, আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) নিয়োগ, পদোন্নয়ন, কিংবা লোভনীয় দপ্তরে পদায়নসহ সব ধরণের সুযোগ-সুবিধা পেয়েছেন এসব কর্মকর্তা। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পরে নিজেদের ‘বঞ্চিত’ দাবি করে ফের পদোন্নয়ন নিয়েছেন কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তা।

এমনকি কম্পিউটার অপারেটর বা তৃতীয় শ্রেণির অন্য কোনো পদে কর্মচারী হিসেবে যোগ দিয়ে অনেকেই পদোন্নতি নিয়ে হয়ে গেছেন তৃতীয় গ্রেডের কর্মকর্তা। যেটি ইউজিসি প্রবিধানমালার সুস্পষ্ট লঙ্ঘন। যার ফলে প্রশাসনিক অরাজকতা তৈরি হয়েছে ইউজিসিতে।

এ বিষয়ে ইউজিসির অডিট শাখার পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যে সকল বিষয়ে আপত্তি এসেছে, কমিশন সে সকল বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা অভিযুক্তদের কাছে বিষয়গুলোর ব্যাখ্যা বা মতামত নিয়েছি। সেগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। পরবর্তীতে রিপোর্ট আকারে শিক্ষা অডিট অধিদপ্তরে জমা দেওয়া হবে।’

এ বিষয়ে অভিযুক্ত ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের একান্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নে…
  • ১৭ জানুয়ারি ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীর প্রতিষ্ঠান ‘আইসিটি বাংলা ডটকম’ প…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেরোবি কেন্দ্রে মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২
  • ১৭ জানুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে সমঝোতা ভেঙে গেল কেন, কারণ জানালেন ইসলামী আন্দো…
  • ১৭ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9