সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠলে যে ৬টি উপকার পাবেন

সূর্যোদয়
সূর্যোদয়  © সংগৃহীত

প্রাচীনকাল থেকেই সূর্যোদয়ের আগেই ঘুম থেকে ওঠাকে স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে বিবেচনা করা হয়। শুধুমাত্র স্বাস্থ্যগত নয়, বিভিন্ন ধর্মীয় বিশ্বাসেও এই অভ্যাসের গুরুত্ব উল্লেখযোগ্য। ভোরের নির্মল বাতাস, প্রকৃতির শান্ত পরিবেশ এবং প্রার্থনার মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া যায়। এ সময়টিকে কেউ বলেন 'সুবহে সাদেক', কেউ বলেন 'ব্রহ্মমুহূর্ত'—সব নামেই রয়েছে এক প্রশান্তিময় আবহ।

ভোরে ঘুম থেকে ওঠা শুধু দেহের জন্য উপকারী নয়, এটি মনের উপরও ইতিবাচক প্রভাব ফেলে। বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, “Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise.” অর্থাৎ, সময়মতো ঘুমানো ও ভোরে ওঠার অভ্যাস একজন মানুষকে স্বাস্থ্যবান, ধনবান ও জ্ঞানী করে তোলে।

চলুন জেনে নিই, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠলে কী কী উপকার পাওয়া যায়:

১. ব্যায়ামের সময় পাওয়া যায় সহজে

সকালের ব্যস্ততায় আমরা অনেকেই ব্যায়াম করার সুযোগ পাই না। তবে আপনি যদি সূর্যোদয়ের আগেই উঠে পড়েন, তাহলে শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা সহজ হয়ে যায়। এই সময়ে শরীর ও মন দুটোই সতেজ থাকে, ফলে ব্যায়ামের ফলাফলও ভালো হয়। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ব্যায়াম না করে বরং সকালেই তা করার অভ্যাস গড়ে তুলুন।

২. ডায়েট মেনে চলা সহজ হয়

যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান কিংবা স্বাস্থ্যসচেতন, তাদের জন্য ভোরে ঘুম থেকে ওঠা একটি কার্যকর অভ্যাস। সময়মতো উঠলে সঠিক সময়ে স্বাস্থ্যকর নাশতা গ্রহণ করা যায়। অন্যদিকে, দেরিতে ঘুম থেকে উঠলে না খেয়েই কর্মস্থলে যেতে হয়, যা ডায়েটের জন্য ক্ষতিকর। সকালে উঠে ধীরে সুস্থে নাশতা তৈরি ও খাওয়ার সুযোগ মেলে।

৩. কর্মশক্তি ও ফোকাস বাড়ে

ভোরে ঘুম থেকে উঠলে শরীরের বিভিন্ন উপকারী হরমোন সক্রিয় হয়, যা সারা দিন কর্মশক্তি বজায় রাখতে সাহায্য করে। ভালো ঘুম ও ভোরবেলা উঠার অভ্যাসে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে, হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকে। পেশি ও মস্তিষ্কও আরও কার্যকরভাবে কাজ করে।

৪. ত্বক হয় উজ্জ্বল ও সজীব

সকালবেলার ঘুম ভেঙে ওঠা ত্বকের জন্যও দারুণ উপকারী। হজম প্রক্রিয়া ও মেটাবলিজম সক্রিয় থাকে, কোষ্ঠ পরিষ্কার হয় এবং শরীরে টক্সিন বেরিয়ে যায়। ফলে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে, ডার্ক সার্কেল কমে এবং ত্বক হয় মসৃণ ও সতেজ।

৫. কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়ে

ভোরে ঘুম থেকে উঠলে আপনার হাতে কাজ করার জন্য বাড়তি সময় থাকে। ফলে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হয়। গবেষণায় দেখা গেছে, যারা সকাল সকাল উঠে কাজ শুরু করেন, তারা অন্যদের তুলনায় বেশি সক্রিয় ও উৎপাদনশীল হন। মানসিক চাপও তুলনামূলকভাবে কম থাকে।

৬. মানসিক প্রশান্তি ও ফোকাস বাড়ে

ভোরের নিরবতা ও শান্ত পরিবেশে মনোসংযোগ বাড়ে। এ সময় প্রার্থনা, মেডিটেশন বা নিজের জন্য কিছু সময় বের করা যায়, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। যাদের মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা বেশি, তাদের জন্য ভোরে ঘুম থেকে ওঠা হতে পারে একটি কার্যকর টুল।

ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনি শুধু স্বাস্থ্যই রক্ষা করবেন না, বরং একটি সুশৃঙ্খল ও প্রোডাক্টিভ জীবনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। তাই আজ থেকেই শুরু হোক দিনের শুরু সূর্যোদয়ের আগেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence