প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভার টিপস ও সাজেশন

০৬ আগস্ট ২০২২, ০৮:৩২ PM
প্রাইমারি শিক্ষক নিয়োগের ভাইভা

প্রাইমারি শিক্ষক নিয়োগের ভাইভা © ফাইল ছবি

অনেকে অনুরোধ করেছেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার রিটেনে (এমসিকিউ) সাজেশন ও গাইডলাইন দিয়ে সফল হতে সাহায্য করেছি, এবার জন্য যেন প্রাইমারি শিক্ষক নিয়োগের ভাইভার জন্য কিছু টিপস ও সাজেশন দেই। যাতে করে চাকরি পরীক্ষার চূড়ান্ত ধাপটা সফলতার সাথে সমাপ্তি টানতে পারব। অনেক ব্যস্ত; তাই আসলে সময় বের করাটাই কঠিন। ইচ্ছে থাকলেও অনেক সময় আপনার জন্য সবসময় অনেক কিছু করতে পারি না। তারপরও আপনাদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এখানে বলে রাখা ভালো, এখানে ভাইভার সাজেশনটি তৈরি করতে সম্প্রতিকালে প্রাইমারি স্কুলে নিয়োগ পেয়েছে এমন ১০০ জনের মতো প্রাইমারি শিক্ষককে ভাইভাতে যেসব প্রশ্ন করেছে তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে সাজেশনটি তৈরি করেছি। আশা করি, আপনারা এই সাজেশনটি ফলো করলে অনেক বেশি উপকৃত হবেন।

১। Introduce Yourself বা নিজের সম্পর্কে বলুন। এই বিষয়টি ভালো করে জানুন।
২। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত জানুন (বিশেষত ৬-দফা, ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ এর গণ-অভুত্থান, ১৯৭০ এর নির্বাচনের ফলাফল, মুজিবনগর সরকার, বীরশ্রেষ্ঠ সম্পর্কে বিস্তারিত আর সেক্টর কমান্ডারের নাম।

৩. বর্তমান সরকারের সাফল্য/অর্জন।
৪। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ থেকে সাক্ষরতার হার, গড় আয়ু, প্রাথমিক শিক্ষার হার, প্রাথমিক বিদ্যালয়ে ছেলে-মেয়ের অনুপাত, বর্তমান মাথাপিছু আয়, বর্তমান বাজেটের পরিমাণ, ADP এর পরিমাণ, মুদ্রাস্ফীতি ও GDP এর প্রবৃদ্ধি।

৫। নিজ জেলার সম্পর্কে বিস্তারিত (সরকারি ওয়েবসাইট "জাতীয় তথ্য বাতায়ন"-এ পাবেন), জেলার বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত কোনো পণ্য থাকলে, জেলার দর্শনীয় স্থান, জেলার সরকারি প্রথমিক বিদ্যালয়ের সংখ্যা
৬। নিজ জেলার শিক্ষা অফিসারের নাম, নিজ উপজেলা/থানার শিক্ষা অফিসারের নাম ও জেলার ডিসির নাম; নিজ আসনের এমপি/মন্ত্রীর নাম। সাথে আপনার জেলায় বিখ্যাত মুক্তিযোদ্ধা বা কুখ্যাত রাজাকার থাকলে নাম জেনে নিবেন।

৭। বর্তমান শিক্ষা মন্ত্রী/প্রতিমন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী/প্রতিমন্ত্রীর নাম।
৮। অনার্স করে থাকলে অনার্সের বিষয় সম্পর্কে মৌলিক জ্ঞান।
৯। আপনার নামের সাথে কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকলে তার সম্পর্কে বিস্তারিত
১০। আপনার জন্মদিনে কোনো বিখ্যাত ব্যক্তির জন্ম/মৃত্যু হয়ে থাকলে তার সম্পর্কে জানা।

১১। ভাইভার দিনের বাংলা, ইংরেজি, আরবি মাসের তারিখ, মাসের নাম ও সাল জেনে নিবেন পত্রিকা থেকে।
১২। ভাইভার দিনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক দিবস থাকলে তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
১৩। দাশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ ভালো করে শিখে নিবেন।
১৪। জন্ম তারিখ বের করার সংক্রান্ত গণিত। (ক্লাস ফাইভের বইয়ে পেতে পারেন।)

আরও পড়ুন: প্রাথমিকে আরও ৪০ হাজার শিক্ষক নিয়োগ চলতি বছরে

১৫। গুরুত্বপূর্ণ বাংলা ও ইংরেজি বানান ভালো করে আয়ত্ত করে নিবেন।
১৬। মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন পুরস্কার ও পদক (প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis/BCS Preliminary Analysis বইয়ে পাবেন।)
১৭। বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত।

১৮। বাংলাদেশের জাতীয় সংগীত।
১৯। ক্লাস ১-৫ এর বিখ্যাত কবিতা (বিশেষত রবীন্দ্রনাথ ও নজরুল। সাথে জীবনানন্দ দাশের "বনলতা সেন" কবিতাটি)
২০। একটি করি রবীন্দ্রনাথ সংগীত ও নজরুল সংগীত শিখে নিবেন। সাথে ১টি দেশাত্মবোধক সংগীত।
২১। গুরুত্বপূর্ণ Translation (বিশেষত বিভিন্ন প্রবাদ-প্রবচন এর অনুবাদ(

২২। Tense
২৩। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর।
২৪। বিভিন্ন দেশের/স্থানের ভৌগোলিক উপনাম
২৫। গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান।

এই টপিকগুলো ধরে ধরে সিরিয়াসলি শেষ করবেন। ইনশাআল্লাহ ভালো ফল পাবেন।

ভাইভার নম্বর বিভাজন যেভাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ (বিশ) নম্বরের বিভাজন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ এপ্রিল ২০০৯ তারিখের স্মারকে জারীকৃত পত্রে বর্ণিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বন্টন নিম্নরূপে সংশোধন করা হলো।

মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ (বিশ) নম্বর দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমভাবে শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বর। আর দ্বিতীয় ভাগে ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র জন্য ৪। এইচএসসি/সমমানের জন্য ৪ এবং স্নাতক/সমমানে প্রাপ্ত জিপিএ’র জন্য ২ নম্বর নির্ধারণ করা হয়েছে। 

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান এর ক্ষেত্রে-
১ম বিভাগ/জিপিএ ৩.০০ বা তদুর্ধ-৪ (চার),
২য় বিভাগ/জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম-৩ (তিন),
৩য় বিভাগ/জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম ১(এক) নম্বর।

স্নাতক/সমমান এর ক্ষেত্রে-
১ম বিভাগ/সমতুল্য সিজিপিএ [৪ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব, ৫ স্কেলে
৩.৭৫ বা তদুর্ধ্ব]-২ (দুই) নম্বর।
২য় বিভাগ/সমতুল্য সিজিপিএ [B স্কেলে ২.২৫ থেকে ৩.০০ এর কম,
৫ স্কেলে ২.৮ থেকে ৩.৭৫ এর কম] ১ (এক নম্বর)।

এসএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ২৪ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
  • ১৯ জানুয়ারি ২০২৬
গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে আইটি প্রশিক্ষণ আইএসডিবি-বিআইএসইডব্লিউতে, আসন ১৬৫…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9