ফেসবুকে আসছে পরিবর্তন, লিংক শেয়ারে গুনতে হবে টাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ PM
ফেসবুকে আসতে যাচ্ছে নতুন পরিবর্তন। নতুন একটি পরীক্ষামূলক ব্যবস্থায় সাবস্ক্রিপশন ছাড়া ব্যবহারকারীরা নির্দিষ্ট সীমার বেশি লিংক শেয়ার করতে পারবেন না। মেটা বর্তমানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কিছু নির্বাচিত ব্যবহারকারীর ওপর এ সিস্টেমটি পরীক্ষা করছে।
পরীক্ষামূলকভাবে জানানো হয়েছে, সাবস্ক্রিপশন না থাকলে ব্যবহারকারীরা নির্ধারিত সীমার বেশি লিংক পোস্ট করতে পারবেন না। এ সুবিধা পেতে মাসিক সাবস্ক্রিপশন ফি ধরা হয়েছে ৯.৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২২১ টাকা।
মেটা জানিয়েছে, এটি সীমিত পরিসরে চালু করা একটি পরীক্ষা। সাবস্ক্রাইবাররা লিংকসহ বেশি পোস্ট করতে পারবেন কি না এবং এর জন্য অতিরিক্ত কোনো মূল্য নির্ধারণ করা হবে কি না তা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেসবুক জানিয়েছে, এ পরীক্ষা শুধুমাত্র ‘প্রফেশনাল মোড’ ব্যবহারকারী এবং পেজ পরিচালনাকারী নির্বাচিত কিছু অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ। এসব ফিচার মূলত ক্রিয়েটর ও ব্যবসায়ীদের কনটেন্ট প্রচার এবং পারফরম্যান্স বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়।
বিশ্লেষকরা মনে করেন, এই উদ্যোগ ক্রিয়েটরদের জন্য একটি কঠিন বাস্তবতা তুলে ধরছে। ফেসবুক আগের মতো নির্ভরযোগ্য ট্রাফিক উৎস নাও থাকতে পারে। নাভারা বলেন, ‘মেটা সবসময় প্রথমে নিজেকেই অগ্রাধিকার দেবে। তাই একটি প্ল্যাটফর্মের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে ব্যবসা পরিচালনা করা ঝুঁকিপূর্ণ।’
সূত্র: বিবিসি