সিগন্যাল ও টেলিগ্রাম অ্যাপে সাইবার ঝুঁকি, সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের

০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যাল ব্যবহারকারীরা নতুন এক সাইবার ঝুঁকির মুখে পড়েছেন। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানিয়েছে, এই দুই অ্যাপের নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে একাধিক ভুয়া সংস্করণ, যা ইতোমধ্যে কোটি কোটি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে ছড়িয়ে পড়েছে। এসব ভুয়া অ্যাপে স্পাইওয়্যার যুক্ত করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, যেমন জাতীয় পরিচয়পত্র নম্বর, ফোন নম্বর, কনট্যাক্ট লিস্ট ও ব্যক্তিগত চ্যাট সংগ্রহ করা হচ্ছে। ফলে অনেকেই অজান্তেই সাইবার প্রতারণার শিকার হচ্ছেন।

গবেষণায় বলা হয়েছে, এসব ভুয়া অ্যাপ ব্যবহারকারীর ডেটা নিয়ন্ত্রিত সার্ভারে পাঠিয়ে দেয়, যার মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। গুগল ইতোমধ্যে সন্দেহজনক কিছু টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে এবং অফিসিয়াল সংস্করণে নতুন আপডেট দিয়েছে। তবে এর আগেই বিপুলসংখ্যক ব্যবহারকারী এসব বিপজ্জনক অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে ফেলেছিলেন।

সাইবার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যদি কোনো অচেনা অ্যাপ ডিভাইসে দেখা যায়, তা দ্রুত আনইনস্টল করতে হবে। এছাড়া শুধুমাত্র গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে যাচাই করা অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই ডেভেলপারের নাম, রেটিং ও রিভিউ যাচাই করতে হবে এবং সন্দেহজনক কিছু মনে হলে গুগল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে।

বিশেষভাবে টেলিগ্রাম ব্যবহারকারীদের টার্গেট করে ছড়ানো হয়েছে ‘ইভিল টেলিগ্রাম’ নামের স্পাইওয়্যার অ্যাপ। এটি দেখতে আসল টেলিগ্রামের মতোই, বরং আরও বেশি ফিচারের প্রলোভন দেয়। বিশেষজ্ঞদের ধারণা, এসব অ্যাপের কিছু সংস্করণ চীনের উইঘুর অঞ্চলের সার্ভার থেকে পরিচালিত হচ্ছে।

গবেষকরা সতর্ক করে বলেন, অনেক ব্যবহারকারী অজান্তেই যাচাইহীন অ্যাপ ইনস্টল করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাই এখনই সময় সতর্ক হওয়ার। তাদের পরামর্শ, “অতিরিক্ত ফিচারের লোভে যাচাইবিহীন অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন; না বুঝে কোনো অ্যাপ ইনস্টল করা এখন আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।”

আজ ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎবিহীন-তালাবদ্ধ রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়ে ছাই প্রা…
  • ০২ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তির পর কারাগারের সামনেই প্রতিপক্ষের গুলিবর্ষণ, এ…
  • ০২ জানুয়ারি ২০২৬
ফজরের নামাজের পূর্বের যে আমলে বৃষ্টির মত বর্ষিত হবে রিযিক
  • ০২ জানুয়ারি ২০২৬
ইসলামি দলগুলো নারী প্রার্থীদের কীভাবে গ্রহণ করেছে—জানালেন ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!