গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলে জানতেই হবে এই ৭ ট্রিকস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ PM
ইন্টারনেট থেকে কোনো তথ্য পেতে প্রথমে সহায়তা নিতে হয় ব্রাউজারের। এ ক্ষেত্রে দ্রুতগতিতে সুনির্দিষ্ট তথ্যের তালিকা, বিভিন্ন ফিচারের সুবিধা আর আকর্ষণীয় ইন্টারফেসের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গুগলের ক্রোম ব্রাউজার। যারা নিয়মিত ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাদের কাজ আরও দ্রুতগতিতে করতে ৭টি ট্রিকস জানা জরুরি।
ক্রোম ব্রাউজারের গুরুত্বপূর্ণ ৭টি ট্রিকস
অন স্টার্ট-আপ: আমাদের নিয়মিত কিছু সাইট ব্যবহার করার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে আমরা কমপিউটার ওপেন করে বার বার সাইট ওপেন করি। তবে এই ট্রিকস আপনার কাজকে অনেকটাই সহজ করে দেবে। ব্রাউজার ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার স্টার্ট-আপ স্টার্ট-আপ ওপেন হয়ে যাবে। এ ট্রিকসটি চালু করতে গুগল ক্রোমের ডান পাশের ওপরের ‘থ্রি’ ডটে গিয়ে সেটিংস-এ (settings) যাবেন। সেখান থেকে বাঁ পাশে অন স্টার্ট-আপ (On Start Up) এ যাবেন। এরপর ওপেন এ স্পেসিফিক পেজ ওর সেট (Open A specific Page or set e pages)-এ যাবেন। সেখান থেকেে এড এ নিউজ পেজ (add a new page) এ ক্লিক করে আপনার প্রয়োজনীয় সাইটগুলো এড (Add) করে নেবেন।
ট্রান্সলেট: আমরা অনেক সময় বিভিন্ন ভাষার সাইট ভিজিট করে থাকি। এক্ষেত্রে আমাদের গুগল ট্রান্সলেট করতে হয়। গুগল ক্রোমের মাধ্যমে সহজেই লাইভ ট্রান্সলেট করা যাবে। এটা চালু করতে ক্রোমের ডান পাশের থ্রি ডটে গিয়ে ট্রান্সলেট (Translate) যাবেন। সেখান থেকে আপনার পছন্দমতো ভাষা পছন্দ করে নেবেন।
ইনকগনিটো মোড: ব্রাউজারে কোনো তথ্য অনুসন্ধান করলে সাধারণত ব্রাউজিং হিস্ট্রি হিসেবে সিস্টেমে সংরক্ষিত থাকে। এক্ষেত্রে আপনি যদি অন্য কারো ফোনে কিছু ব্রাউজ করতে তাহলে পরবর্তীতে তা অন্য কেউ দেখার সুযোগ থাকে। তাই সার্চ এন্ট্রির রেকর্ড, ডাউনলোড হিস্ট্রি সংরক্ষণ করতে না চাইলে গুগল ক্রোমে ব্যবহার করা যেতে পারে ইনকগনিটো মোড। চালু করতে ক্রোমের ডানের থ্রি ডটে গিয়ে নিউ ইনকগনিটো উইন্ডোতে (New Incognito Window) গিয়ে ব্রাউজ করতে পারবেন।
ফোনে ইউটিউবে অডিও শুনবেন যেভাবে: ফোনে সাধারণত প্রিমিয়াম ফিচার ছাড়া ইউটিউবে অডিও শোনা যায় না। কিন্তু ক্রোম ব্রাউজার ব্যবহার করে তা করতে পারবেন। চালু করতে ফোনের ক্রোম ব্রাউজারে ইউটিউবে পছন্দের ভিডিও প্লে করুন। তারপর সেটিংস থেকে ডেস্কটপ মোড (Desktop Mode) চালু করে দিন। তাহলেই আপনি ফোন লক অবস্থায়ও ইউটিউব শুনতে পারবেন।
ওয়েব পেজ বুকমার্ক করা: প্রয়োজনীয় ওয়েব পেজ বেশি ব্যবহার করা হয় সেগুলো সার্চ বারের নিচে সেভ করে রাখাকে বুকমার্ক বলে। এটি করলে একই ওয়েব পেজে প্রবেশ করার জন্য বারবার সার্চ করার প্রয়োজন হয় না। এক ক্লিকে সহজে কাঙ্ক্ষিত সাইট খুঁজে পাওয়া যায়। বুকমার্ক এড করতে প্রথমে প্রয়োজনীয় ওয়েব পেজের ইউআরএল বা নাম অ্যাড্রেস বার বা সার্চ বারে লিখে প্রবেশ করতে হবে। তারপর ইউআরএল প্রদর্শিত সার্চ বারের ডান দিকে থাকা স্টার আইকনে ক্লিক করলে নাম ও ফোল্ডারের টেক্সট বক্স দেখা যাবে। সেখানে পছন্দমতো নাম ও ফোল্ডার দিয়ে ওয়েব পেজ বুকমার্ক করা যাবে।
ক্রোম টাস্ক ম্যানেজার ক্লিয়ার: অনেক সময় আমাদের ক্রোম ব্রাউজার হ্যাং করে থাকে। এই ট্রিকসের মাধ্যমে আমরা ক্রোম ব্রাউজারের অপ্রায়োজনিয় সাইট বন্ধ করতে পারি। এ জন্য ব্রাউজারের ডানের থ্রি ডটে গিয়ে মোর টুলস (More Tools) যাবেন। সেখান থেকে টাস্ক ম্যানেজারে গেলে রানিং ওয়েব সাইটগুলো দেখতে পারবেন। সে সাইটটি বেশি পরিমাণ পরিমাণ ব্যবহার করছে সেটিতে ক্লিক করে এন্ড টাস্ক (End Task) করে দিলেই আপনার ব্রাউজারটি হালকা হয়ে যাবে।
স্ক্রিন কাস্ট: আপনি চাইলে ক্রোম ব্রাউজারটি স্মার্ট টিভিতে দেখাতে পারবেন। এ জন্য ডান পাশের থ্রি ডটে গিয়ে কাস্ট, সেভ অ্যান্ড শেয়ারে (Cast, Save adn Share) ক্লিক করে আপনার নিদিষ্ট ডিভাইসটি সিলেক্ট করেন নিন।