ট্রাম্পের পাল্টা শুল্কে আকাশছোঁয়া হতে পারে আইফোনের দাম

আইফোন
আইফোন  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন রিসিপ্রোকাল ট্যারিফ (পাল্টা শুল্ক) নীতির ফলে আইফোনের দাম ৩০-৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

চীনসহ একাধিক দেশের আমদানিকৃত পণ্যের ওপর শুল্কহার বাড়ানোয় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে অ্যাপলের। বিশেষজ্ঞদের মতে, এই বাড়তি ব্যয় ক্রেতাদের কাঁধে চাপানো হলে আইফোন ১৬ মডেলের দাম ৭৯৯ ডলার থেকে বেড়ে ১,১৪২ ডলার পর্যন্ত হতে পারে।

বিশ্লেষণা প্রতিষ্ঠান রোজেনব্ল্যাট সিকিউরিটিজের হিসাব অনুযায়ী, শুল্কের কারণে অ্যাপলের ক্ষতি হতে পারে প্রায় ৪০ বিলিয়ন ডলার।

আইফোনের বড় বাজার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন হলেও এখনও উৎপাদনের বড় অংশ চীনেই হয়ে থাকে। যদিও অ্যাপল ইতোমধ্যে ভারতে ও ভিয়েতনামে উৎপাদন সম্প্রসারণ করেছে, তবু সেই দেশগুলোও এখন শুল্কের আওতায় এসেছে—যেখানে ভারতের ওপর ২৬% এবং ভিয়েতনামের ওপর ৪৬% শুল্ক আরোপ করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, দাম বেড়ে গেলে আইফোনের চাহিদা কমে যেতে পারে এবং স্যামসাং-এর মতো প্রতিযোগীরা লাভবান হতে পারে, যাদের ওপর তুলনামূলক কম শুল্ক আরোপ করা হয়েছে।

তবে, এখনো অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ধারণা করা হচ্ছে, আসন্ন আইফোন ১৭ বাজারে আসার আগে বড় কোনো মূল্যবৃদ্ধির সম্ভাবনা কম।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!