এসএসসির ফলের পর করতে পারেন এই ৮টি কাজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © এআই

এসএসসি পরীক্ষা শেষ মানেই শুধু বিশ্রামের সময় নয়—এটি ভবিষ্যতের দিক নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দেশের লাখো শিক্ষার্থী এখন ‘একটি বিশাল অবসর’ পায়, যেটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনের অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব। এই সময়টিকে কাজে লাগানোর মতো কিছু গঠনমূলক ও কার্যকর পরামর্শ নিচে তুলে ধরা হলো, যা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অনুসরণ করতে পারেন।

নিজের আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করুন
এসএসসির পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজেকে জানা। বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা—কোন ধারা আপনাকে টানে? আপনি কি ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, বা উদ্যোক্তা হতে চান? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এই সময়ের প্রথম করণীয়।

সময় নষ্ট না করে শিখুন নতুন স্কিল
এই সময়টাই সবচেয়ে ভালো কম্পিউটার স্কিল শেখার জন্য। এই স্কিলগুলো ভবিষ্যতের যেকোনো পেশায় বড় ভূমিকা রাখবে।

• MS Word, Excel, PowerPoint
• গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন
• প্রোগ্রামিং ভাষা (Python, HTML, CSS)

ইংরেজি শেখায় জোর দিন
ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজি অপরিহার্য। যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, তারা এখন থেকেই IELTS/TOEFL প্রস্তুতি নিতে পারেন।

• প্রতিদিন ২০-৩০ মিনিট ইংরেজি পত্রিকা পড়ুন
• শব্দভাণ্ডার ও গ্রামার অনুশীলন করুন
• চর্চা করুন স্পোকেন ইংলিশ

অনলাইন কোর্সে যুক্ত হোন
বর্তমানে অনেক শিক্ষামূলক প্ল্যাটফর্ম আছে, যেগুলো ঘরে বসেই নতুন কিছু শেখার সুযোগ দেয়। এসব প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের উপর কোর্স করা যায়, যেমন: সফট স্কিল, বিজনেস, টেকনোলজি, ফ্রিল্যান্সিং ইত্যাদি।

• 10 Minute School
• Bohubrihi
• Coursera
• Udemy

বই পড়ুন, জ্ঞানচর্চা করুন
শুধু পাঠ্যপুস্তক নয়—বাইরের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। আত্মউন্নয়নমূলক বই, ইতিহাস, জীবনী, গল্প-উপন্যাস—সবকিছুই জ্ঞান ও মানসিকতা বিকাশে ভূমিকা রাখে।

ক্যারিয়ার কাউন্সেলিং নিন
অনেক শিক্ষার্থী বুঝতেই পারে না কোন পথে গেলে সফলতা পাওয়া যাবে। তাই অভিজ্ঞ শিক্ষক, বড় ভাই/বোন বা ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের পরামর্শ গ্রহণ করা যেতে পারে।

স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হোন
নানান সামাজিক সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা লিডারশিপ, কমিউনিকেশন স্কিল এবং সামাজিক দায়বদ্ধতা শিখতে পারে। এটি পরোক্ষভাবে ভবিষ্যতের ক্যারিয়ারেও সহায়ক।

বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি
এই সময়টা প্রাথমিক প্রস্তুতির জন্য সবচেয়ে উপযোগী। যারা উচ্চমাধ্যমিক শেষে নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তারা এখন থেকেই বিষয়ভিত্তিক রিভিশন শুরু করতে পারেন।

এসএসসি শেষ মানেই স্কুলজীবনের এক ধাপ অতিক্রম। এখনই সময় নিজের পরিচয় গড়ার, সময়কে সঠিকভাবে কাজে লাগানোর। যে যত আগে শুরু করবে, সে ততদূর এগিয়ে যাবে। এই সময়কে শুধুই ‘ছুটি’ ভাবলে ভুল হবে। বরং এটিই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। কাজেই ঘুম নয়, গড়ার প্রস্তুতি এখন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence