অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে প্রাথমিকের শিক্ষক নেতারা 

শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থ মন্ত্রণালয়
শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থ মন্ত্রণালয়  © সংগৃহীত

রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের পরে এ বৈঠক শুরু হয়। 

শিক্ষক নেতারা জানান, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। দুই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর আমরা শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে রয়েছে।

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর, লটারি ১৪ ডিসেম্বর?

প্রসঙ্গত, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিক শিক্ষকরা। শিক্ষক জোট ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ,দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক মু.মাহবুবুর রহমান এবং অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা।

এর আগে শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়া তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া সহকারী শিক্ষক মো. মহিব বুল্লাহ জানান সব শিক্ষরাই এই আন্দোলনে সক্রিয় রয়েছেন।


সর্বশেষ সংবাদ