নতুন ৪ কর্মসূচি দিল জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোট

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা
আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা  © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ে নতুন করে চারটি কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোট। আগামীকাল বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে সংগঠনটি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজি।

এ শিক্ষক নেতা বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টার দিকে আমরা মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচি পালন করবো। এছাড়া সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। সারা দেশের জেলা এবং উপজেলা শহরে মানববন্ধন পালন করবেন শিক্ষক-কর্মচারীরা।

আরও পড়ুন: অবশেষে জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারী

এর আগে বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। দুপুরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। গতকাল মঙ্গলবার শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।


সর্বশেষ সংবাদ