রাবির ডিন-সিন্ডিকেট নির্বাচনের তফসিল পেছানোর আবেদন সাদা প্যানেলের

রাবি
রাবি  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন অথরিটি নির্বাচন পেছানোর দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল)। বুধবার (২২ নভেম্বর) এ স্মারকলিপি প্রদান করেন সাদা প্যানেলের আহ্বায়ক অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘ঘোষিত তফশিল অনুসারে আগামী ১২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অথরিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। ইতোমধ্যে নির্বাচন কমিশন একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেরও তফসিল ঘোষণা করেছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিরোধী দলের চলমান হরতাল-অবরোধ জনজীবনে একধরণের অনিশ্চয়তা তৈরি করেছে। প্রায় প্রতি সপ্তাহের অধিকাংশ দিনে বিরোধী দলের আহ্বানে হরতাল-অবরোধ চলমান রয়েছে।

এধরণের পরিস্থিতিতে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো প্রায় অসম্ভব। চলমান এহেন অবস্থায় ভোট কেন্দ্রে শিক্ষকদের উপস্থিতি সংগত কারণে আশঙ্কাজনকভাবে হ্রাস পাবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের টাকায় বিশ্ববিদ্যালয় ট্রাস্টিদের ইউরোপ ভ্রমণ

স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, ‘দেশের বর্তমান অচলাবস্থা বিবেচনায় নিয়ে ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করে জাতীয় নির্বাচনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরির অথরিটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।’

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর এফ. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদুল হাসান খান মুক্তাসহ প্রফেসর আমজাদ হোসেন, প্রফেসর ফললুর হক, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ডক্টর মোহা হাছানাত আলী, প্রফেসর আব্দুল আলিম, প্রফেসর সাহেদ জামান, প্রফেসর ইমামুল হক সানজিদ। 

প্রফেসর সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর গোলাম রব্বানী মন্ডল, প্রফেসর ডক্টর নিজাম উদ্দিন, প্রফেসর ড. সাকিলুর রহমান, প্রফেসর ড. মাঈনুদ্দীন, প্রফসর ড. শরিফুল ইসলাম, প্রফেসর ড. আতিকুল ইসলাম, প্রফেসর আনিছুর রহমার, প্রফেসর ড. আমিরুল ইসলাম, প্রফেসর সাজ্জাদুর রহিম সাজিদ, প্রফেসর রেজাউল করিম-২, প্রফেসর ড. দেলোয়ার হোসেন, প্রফেসর গোলাম মোস্তফা, প্রফেসর ড. আব্দুল মতিন, প্রফেসর জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. গোলাম সাদিক, প্রফেসর ড. সাবিরুজ্জামান, প্রফেসর ড. নুরুল হক মোল্লা প্রমুখ। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence