বিএনপির অবরোধের সমর্থনে জাবিতে মানববন্ধনে শিক্ষকরা

০২ নভেম্বর ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
জাবির বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন

জাবির বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন © টিডিসি ফটো

নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং অবরোধের সমর্থনে মানববন্ধন করেছে জাতীয়তবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেট)  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষকরা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের আটক ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

মানববন্ধনে অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, বিবেকের তাড়নায় আজ আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আজ সারাদেশে সরকারের মতের বিরুদ্ধের মানুষদেরকে নির্যাতন করা হচ্ছে। এই সরকার জনগণের সমর্থন থেকে অনেক দূরে রয়েছে।

২৮ অক্টোবর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, সরকারের এই নির্যাতন ও ধরপাকড়ের জন্য পরবর্তী তরুণ প্রজন্ম হুমকির মুখে রয়েছে সাধারণ মানুষের অধিকার রক্ষার্থে । সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে সরকারের হঠকারিতার জন্য। তাই অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল কারাবন্দিদের মুক্তির দাবি জানাচ্ছি।

দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন,  ২৮ অক্টোবরের সমাবেশে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদস্বরূপ আমরা দাঁড়িয়েছি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির জন্যই ২৮ অক্টোবর হামলা চালানো হয়েছে হমালা চালানো হয়েছে। তাই এটা এখন জনগণের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকার দলের সাথে সম্পৃক্ত না হলেই তাদের নির্যাতনের শিকার হতে হয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সরকারবিরোধী কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারেন না। শুধু রাজনৈতিক কারণে তাঁদের হলের বাইরে থাকতে হয়। তাই সকলের সমর্থনে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে চাই। এজন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। বাঙালি জাতি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমরাওও জনগণের পক্ষে আজ মানববন্ধনে দাঁড়িয়েছি।'

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. মো. শামছুল আলম মানববন্ধনে অংশগ্রহণকারী সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বলেন, ২৮ অক্টোবরের সমাবেশ সরকার সুপরিকল্পিতভাবে পুলিশি বাহিনী দিয়ে পণ্ড করেছে। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়া হয়েছে। অথচ মূলত আওয়ামী লীগই সন্ত্রাসী দল।

তিনি আরও বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের ঘটনা পুনরায় করতে দেওয়া হবে না। আমাদের এ আন্দোলনকে জনগণ সমর্থন করবে। তাই বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলামসহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি জানাচ্ছি।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মো. শামছুল আলম, অধ্যাপক ড. মো. সোহেল রানা, অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, অধ্যাপক মোহাম্মাদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. মো. আবদুর রব, অধ্যাপক ড. মোহম্মাদ কামরুল আহসান, অধ্যাপক ড. এ. এন. এম. ফখরুদ্দিন, অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. আবেদা সুলতানা, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অধ্যাপক মাসুম শাহরিয়ার, অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, অধ্যাপক মো. জামাল উদ্দীন, অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, অধ্যাপক চৌধুরী গোলাম কিবরিয়া, অধ্যাপক ড. বোরহান উদ্দিন, সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব।

১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে শিবিরের বিবৃতি
  • ১১ জানুয়ারি ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9