প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে আ.লীগের রাজনৈতিক কার্যালয়ে শিক্ষক নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্দোলনরত শিক্ষকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্দোলনরত শিক্ষকরা  © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে রাজধানীর ধানমন্ডিতে গেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতারা।

মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ৭টায় আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল ধানমন্ডিতে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষকরা ধানমন্ডিতে অবস্থান করেছেন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার আমাদের ধানমন্ডিতে যেতে বলেছেন। আমরা তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারবো বলেই বিশ্বাস।

তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে রয়েছি। আমার সঙ্গে আমাদের সংগঠনের সহ-সভাপতিসহ বেশ কয়েকজন শিক্ষক নেতা রয়েছেন। আশা করছি আজকের পর আমাদের আর আন্দোলন করতে হবে না।

প্রসঙ্গত, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েক হাজার শিক্ষক। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দফায় দফায় ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেও শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরও কোনো ফল আসেনি। এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।


সর্বশেষ সংবাদ