জাতীয়করণ ছাড়া ফিরবেন না শিক্ষকরা

আন্দোলনরত শিক্ষকরা
আন্দোলনরত শিক্ষকরা  © ফাইল ফটো

মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে হাজারো শিক্ষক উপস্থিত হয়েছেন।

সেসময় কদম ফেরা থেকে পল্টন পর্যন্ত রাস্তার দু'পাশে শিক্ষকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে বিকাল ৫টার পর জনসাধারণের জন্য একটি রাস্তা খুলে দেওয়া হয়। 

বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, প্রতিদিন প্রায় লাখের বেশি শিক্ষক এখানে উপস্থিত হচ্ছেন। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সাড়ে ৫ লাখ শিক্ষকের এক দাবি 'জাতীয়করণ'।

প্রধানমন্ত্রী চাইলে ৫ মিনিটের মধ্যে এ সমস্যার সমাধান করতে পারেন বলে আমাদের বিশ্বাস। শিক্ষামন্ত্রী হয়তো আগামীকাল (বুধবার) এ নিয়ে আলোচনায় বসবেন। তবে যতক্ষণ পর্যন্ত সমাধানের ঘোষণা না আসবে, আমাদের আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।


সর্বশেষ সংবাদ