পবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে অধ্যাপক জেহাদ ও অধ্যাপক আসাদুজ্জামান

২৯ মে ২০২৩, ১১:০০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM

© ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ফের অধ্যাপক জেহাদ পারভেজ। আর সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার (২৯ মে ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট গ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান। 

সভাপতি পদে অধ্যাপক জেহাদ ১১৩ ভোট এবং সম্পাদক পদে অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া পেয়েছেন ১১১ ভোট।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোঃ  এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী হিসেবে অধ্যাপক ড.মোঃ মামুন-উর-রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোঃ আরিফুল আলম, দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মমিন উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. কাজী শারমিন আক্তার। 

এছাড়াও সদস্য পদে ১ম হয়েছেন অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ, ২য় হয়েছেন প্রফেসর মোঃ জামাল হোসেন ও ৩য় হয়েছেন অপরাজিতা বাঁধন। 

২য় বারের বিজয়ী সভাপতি অধ্যাপক ড. জেহাদ পারভেজ  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থী তথা সবার মধ্যে মেলবন্ধন তৈরিতে  বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করতে গত কমিটিতে প্রায় ৬০-৮০% কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সেই আস্থা থেকেই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ কমিটিতে আশা রাখি বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এ শিক্ষক সমিতি কার্যকরভাবে কাজ করবে।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া বলেন, আমাকে নির্বাচিত করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চতুর্থ শিল্প বিপ্লবে অংশগ্রহণ করার লক্ষ্যে বঙ্গবন্ধু’র আদর্শ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার সর্বাত্মক চেষ্টা থাকবে। 

এক সপ্তাহের মধ্যে সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির…
  • ২২ জানুয়ারি ২০২৬
নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬