স্বপ্ন পূরণ হচ্ছে কৃষক পরিবারের নাফিসের

২২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
শাহরিয়া নাফিস

শাহরিয়া নাফিস © সংগৃহীত

কৃষক পরিবারের সন্তান শাহরিয়া নাফিসের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তিনি এবার নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

নাফিসের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে। তার বাবা আতিকুর রহমান প্লাবন কৃষক ও মা নার্গিস আক্তার গৃহিণী।

আতিকুর রহমানের একমাত্র ছেলে নাফিস। তার দুই মেয়ে রয়েছে। নাফিস ছোটবেলা থেকেই পড়ালেখায় আগ্রহী ছিলেন। তার শিক্ষাজীবন শুরু হয় বাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তী সময়ে বাগুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পলাশবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন।

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান শাহরিয়া নাফিস। তার এ সাফল্যে এলাকাবাসী খুশি।

এ বিষয়ে শাহরিয়া নাফিস বলেন, ‘তীক্ষ্ণ মনোভাব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ যখন পড়াশোনা করে এবং অদম্য চেষ্টা করে, তখন সাফল্য অর্জন করা সম্ভব। আমি নিজে তার বাস্তব প্রমাণ। মেডিকেল পড়াশোনা করে ডাক্তার হয়ে দেশ ও জাতির মঙ্গলে কাজ করব, ইনশাআল্লাহ।’

নাফিসের বাবা আতিকুর রহমান বলেন, ‘ছেলেকে সব সময় সাহস জুগিয়েছি। একসময় আমরা হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু আমার অদম্য মেধাবী ছেলে নাফিস হাল ছাড়েনি। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। আমার পাশাপাশি নাফিসের তিন মামারও অনেক সহায়তা রয়েছে তার এই সাফল্যের পেছনে।’

আলোকছটা আর সম্প্রীতির বন্ধনে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব
  • ০১ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
  • ০১ জানুয়ারি ২০২৬
বুড়ি তিস্তা খননকে ঘিরে ডিমলায় সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
  • ০১ জানুয়ারি ২০২৬