মেডিকেলে ১৩৯তম সুবাহ এমআইএসটির পরীক্ষায় প্রথম

সুবাহ বিনতে মাসুম
সুবাহ বিনতে মাসুম  © সংগৃহীত

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আর্কিটেকচার অনুষদের অধীনে সাধারণ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী সুবাহ বিনতে মাসুম।

গেল ১২ মার্চ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে ১৩৯তম স্থানে ছিলেন সুবাহ বিনতে মাসুম। এবার এমআইএসটির পরীক্ষাও দারুণ সাফল্য পেয়েছেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এমআইএসটির ফলাফল প্রকাশিত হয়।

আরও পড়ুন: রাবির পরীক্ষায় আসন প্রতি ৯৮ ভর্তিচ্ছু, চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, আর্কিটেকচার অনুষদের অধীনে সাধারণ ক্যাটাগরিতে সুবাহর পর দ্বিতীয় হয়েছেন সাফওয়ান শরীফ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন লাবিবা জামান লিসা।

এমআইএসটির ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ০২ এপ্রিল থেকে ০৫ এপ্রিল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তিচ্ছুরা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

ভর্তির পূর্বে অবশ্যই ভর্তিচ্ছুকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। ভর্তি পরীক্ষার রোল নম্বর, ইউজার আইডি, জন্ম তারিখ দিয়ে এ নিবন্ধন সম্পন্ন করা যাবে। প্রথম মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে আগামী ০৬ এপ্রিল দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence