আইআইইউসি শিক্ষক আজিজুল হকের পিএইচডি ডিগ্রি অর্জন

০৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫১ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) শিক্ষক মুহাম্মদ আজিজুল হক ইউনিভার্সিটি সাইনস ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ১২ আগস্ট অনুষ্ঠিত ১১৭তম সিনেট সভায় অনুমোদনের মাধ্যমে পিএইচডি ডিগ্রির স্বীকৃতি পান তিনি।

“এন এনালাইসিস অব ইংলিশ লেক্সিকাল বরোয়িংস ইন্টু বাংলা ইন বাংলাদেশ” গবেষণা নিবন্ধের জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

তাঁর গবেষণার তত্বাবধায়ক ছিলেন ড. ফারিজা পুতেহ-বেহাক (মালয়েশিয়া), ড. হাযলিনা বাহারুন (মালয়েশিয়া), অধ্যাপক ড. রফিকুল ইসলাম মোল্লা (বাংলাদেশ) এবং অধ্যাপক ড. জাহাঙ্গীর বিন সরোয়ার (বাংলাদেশ)। দেশে ও বিদেশে বিভিন্ন নামী জার্নালে মুহাম্মদ আজিজুল হকের উলে­খযোগ্য সংখ্যক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

মুহাম্মদ আজিজুল হক বর্তমানে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত পদুয়া ইউনিয়নের মরহুম মাওলানা হাবিবুর রহমান এবং মমতাজ বেগমের চতুর্থ পুত্র।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬