রাজধানীতে ‘স্টাডি ইন ইন্ডিয়া’র শিক্ষামেলা শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০১৯, ১০:০৪ AM , আপডেট: ০১ মার্চ ২০১৯, ১০:০৪ AM
ভারতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের পরামর্শ প্রদানে রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলে আজ থেকে শুরু হচ্ছে ‘স্টাডি ইন ইন্ডিয়া’র শিক্ষামেলা। ২ দিনব্যাপি এই মেলায় অংশ নেবে ভারতের ‘স্টাডি ইন ইন্ডিয়া’র এক প্রতিনিধি দল। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকাল ৬টা পর্যন্ত।
মেলায় ‘স্টাডি ইন ইন্ডিয়া’ প্রতিনিধি দল ভারতের প্রায় ১০০ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৫০০ এরও বেশি কোর্সে ১৯ হাজারের থেকেও বেশি আসনে ভর্তির জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের সহায়তা করা হবে। মেলার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রায় ৩৫০০’র বেশি শিক্ষাবৃত্তি লাভের সুযোগ রয়েছে এই মেলায় সরাসরি ভর্তি আবেদনে। এই মেলায় শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কাগজাদি জমাদানের মাধ্যমে এইসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
অনলাইনে মাধ্যমে শিক্ষার্থীরা মেলায় প্রবেশের জন্য নিবন্ধন করতে পারবে। অনলাইনে ‘স্টাডি ইন ইন্ডিয়া’র ওয়েবসাইট থেকে (www.studyinindia.gov.in) নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য কোনো ফি প্রদান করতে হবে না।