ওয়েজেনিংগ্যান বিশ্ববিদ্যালয় © অনলাইন থেকে নেয়া
আপনি যদি কৃষি, খাদ্য কিংবা বনরক্ষণ বিষয়ে দেশের বাইরে উচ্চ শিক্ষায় আগ্রহী হয়ে থাকেন তবে আপনার পছন্দ তালিকার শুরুতেই রাখতে পারেন নেদারল্যান্ডের প্রথম সারির ওয়েজেনিংগ্যান বিশ্ববিদ্যালয়কে। কৃষি ও বনরক্ষণ বিষয়ে বিশ্বের সেরা এই বিশ্ববিদ্যালয়টিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন আহ্বান করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া মাস্টার্সের ক্যাম্পাস ও অনলাইন প্রোগ্রাম এবং ফেলোশীপের জন্য আপনার আবেদন প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করতে পারেন আজ থেকেই। ক্যাম্পাস প্রোগ্রামের আবেদন শুরু হবে ১ মে থেকে। অন্যদিকে অনলাইন প্রোগ্রামের আবেদন শুরু হবে ১ জুলাই থেকে।
আপনি আবেদনের যোগ্য কিনা, যদি যোগ্য হয়ে থাকেন তবে কিভাবে আবেদন করবেন, কবে করবেন এ সংক্রান্ত সকল তথ্য জেনে নিন এখান থেকে।