যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে

১৪ নভেম্বর ২০১৮, ০৬:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এক প্রতিবেদনে দেখা গেছে গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯ শতাংশ। যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির হার ১ দশমিক ৫ শতাংশ। 

ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ ‘ওপেনডোরস প্রতিবেদন-২০১৮’ এর বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এই তথ্য জানিয়েছে। এতে দেখা যায়, গতবছর যে পরিমাণ বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে পড়তে গেছেন, সেটি দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির গড় হারকেও ছাড়িয়ে গেছে। ওই সময় যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন সাত হাজার ৪৯৬ জন বাংলাদেশি শিক্ষার্থী। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যেসব দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে যায় সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম। আর দেশটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশ রয়েছে দশম স্থানে। 

বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।  গত তিন বছরে দেশটির কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ১০ লাখ বিদেশি শিক্ষার্থীর পড়ালেখার সুযোগ হয়েছে। তবে এই শিক্ষাবর্ষে এই সংখ্যা ১০ লাখ ৯০ হাজারে পৌঁছেছে। এ নিয়ে টানা ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের হার বাড়ছে।

আজ থেকে ২৪ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
ওয়াশরুমের কথা বলে পালালেন পুলিশ পাহারায় থাকা চিকিৎসাধীন আসা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬