শোক দিবসের অনুষ্ঠানে মারামারিতে জড়ালো ছাত্রলীগ

বরিশালে ছাত্রলীগের দুপক্ষের মারামারি
বরিশালে ছাত্রলীগের দুপক্ষের মারামারি  © সংগৃহীত

বরিশালে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মারামারির ঘটনা ঘটেছে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে। রোববার (২১ আগস্ট) রাতে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডে এ মারামারি ঘটনা ঘটে। তবে এ খবর জানা নেই বলে দাবি করেছেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার জেলা ও মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল ৪টা থে‌কে অনুষ্ঠান রাত ৮টা পর্যন্ত চলে।  

এ সময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিলে মারামারির ঘটনা ঘটে। তবে সিনিয়র নেতাকর্মীরা সেখানে না থাকায় স্থানীয়রা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। যারা মারামা‌রি করেছে তাদের স্থানীয়রা চিনতে পারেননি বলে জানিয়েছে। মারামা‌রির পর উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

আরো পড়ুন: ঢাবি অধিভুক্ত কলেজের প্রশ্নফাঁস: সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ৬

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না বলেন, অনুষ্ঠান শেষে সবাই বেরিয়ে এসেছি। অনুষ্ঠানের সময় কোনো ঘটনা ঘটেনি। বেরিয়ে আসার পর কোনো ঘটনা ঘটেছে কিনা জানা নেই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম বলেন, কোনো মারামা‌রির খবর জানা নেই। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ