বাম জোটের হরতালে পুলিশের হামলা, ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

২৮ মার্চ ২০২২, ০৩:০৬ PM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন © সংগৃহীত

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ ) বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতালের কর্মসূচি পালনকালে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের উপর পুলিশের হামলায় প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছে সংগঠনটি।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজোয়ান হক মুক্ত সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাম গণতান্ত্রিক জোটের ডাকে অর্ধদিবস হরতালে, আওয়ামী দুঃশাসন হটানোর প্রত্যয় নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংহতি জানিয়ে অর্ধদিবস হরতাল পালন করে। হরতালে পুরানা পল্টন মোড়ে বিনা উস্কানিতে পুলিশি হামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শাঁদ, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতা আব্দুল করিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, কোষাধ্যক্ষ রাকিব হাসান সুজন, ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহীম মিমো, সহ-সভাপতি সালমান রাহাত, মহিউদ্দিন রুমি, সাংগঠনিক সম্পাদক প্লিজম ফকির, সদস্য আজিদুল হক আরমান, রাইসা আমিন স্নেহা, রাজবাড়ি জেলার সভাপতি কাওসার আহমেদ বিপন, ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক শিঙান্তে ভৌমিক অঙ্কুরসহ প্রমুখ।

আরও পড়ুন: হরতালের প্রভাব নেই রাজধানীতে

এতে আরও বলা হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে পুলিশি হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের অর্ধদিবস হরতালে জনগণ স্বতস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। হরতালের প্রতি জনগণের সমর্থনে ভীত হয়ে আওয়ামী লীগ সরকারের পেটের বাহিনী সারাদেশে ছাত্র ইউনিয়নসহ বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দের উপরে হামলা চালিয়েছে। এসব হামলা মামলা হুলিয়া দিয়ে সাধারণ মানুষকে তার ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখা যাবেনা। সরকার তার এহেন কর্মকাণ্ড লারি রাখলে আগামীতে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে এবং সেই আন্দোলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অগ্রণী ভূমিকা পালন করবে সারাদেশের জনগণকে সেই লড়াইয়ের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ।

ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করুন’: কিউবাকে ট্রাম্পের …
  • ১২ জানুয়ারি ২০২৬
চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9