জাবি সম্পাদকের ভুলভাল বক্তব্যে ক্ষেপেছেন ছাত্রলীগ নেতারা

জাবি ছাত্রলীগ
জাবি ছাত্রলীগ  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভুলভাল বক্তব্য দেয়ায় ক্ষেপেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের পাশাপাশি তাকে দায়িত্ব দেয়ার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সমালোচনা করেছেন।

গতকাল বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শাখা ছাত্রলীগ আয়োজিত এক কর্মসূচিতে লিটন বঙ্গবন্ধুর বিয়ে নিয়ে ভুলভাল তথ্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, লিটন বলছেন, আবার কিন্তু শিক্ষাজীবন শেষ করে তিনি ১৯২৮ সালে, স্যরি ১৯২৮ সালে... ১৯১৮ সালে তিনি জনাবা ফজিলাতুন্নেছা মুজিবকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এসময় তার পাশে শাখা ছাত্রলীগের সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন। তারা লিটনের ভুল শুধরে দিয়ে সঠিক তথ্য দেননি। এই ভিডিও মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন নেতার কাছ থেকে এমন তথ্য পেয়ে অবাক হয়েছেন অনেকেই।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইয়াজ আল রিয়াদ তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন, জয় এবং লেখক জাতির পিতার ছাত্রলীগকে কোথায় নামিয়ে এনেছে! এদেরকে আবার দেশের প্রখ্যাত একটি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বানানো হয়েছে।

আরও পড়ুন- জন্মের আগেই বঙ্গবন্ধুর বিয়ে, ছাত্রলীগ নেতার ‘তালগোল পাকানো’ বক্তব্য ভাইরাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দ মো. আরিফ হোসেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ফেসবুকে লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বক্তব্যজ্ঞান দেখে আমি হতবাক হয়ে গেছি। স্তম্ভিত হয়ে গেছি। এমনটা দেখতে হলো!!! আমরা যোগ্য নেতৃত্ব দিতে পারি নি! আমরা ব্যর্থ।

তবে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন হাবিবুর রহমান লিটন। তিনি বলেন, ওইদিন বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে অনেক আওয়াজ আসছিলো; তখন আমি ভুল বলে ফেলেছি। পেছন থেকে একেকজন ভিন্ন ভিন্ন তারিখ বলছিলো। এতে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়েছিলো।

তিনি বলেন, ১৭ মার্চের বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত। সামনের দিনগুলোতে চেষ্টা করব এরকম ভুল যেনো আর না হয়।


সর্বশেষ সংবাদ